ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
নেপালে অন্তর্বর্তী সরকারে নতুন তিন মন্ত্রী নিয়োগ
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট :নেপালের অন্তর্বর্তী সরকারে রোববার (১৪ সেপ্টেম্বর) তিনজন নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। সোমবার তাদের শপথ গ্রহণের কথা রয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সাবেক অর্থসচিব রমেশ্বর খনাল, যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। খ্যাতিমান আইনজীবী ওম প্রকাশ আর্যালকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদ্যুৎ খাতে পরিচিত মুখ কুলমান ঘিসিংকে জ্বালানি ও সেচমন্ত্রী করা হয়েছে। ঘিসিংয়ের হাতে অতিরিক্তভাবে আরও দুটি মন্ত্রণালয়—পদ্ম কাঠামো ও পরিবহন এবং নগর উন্নয়নের দায়িত্বও দেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, ওম প্রকাশ আর্যাল শুরুতে মন্ত্রিত্ব গ্রহণে অনাগ্রহ প্রকাশ করলেও শেষপর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করেন। তিনি সম্প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জেন জি আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনায় অংশ নিয়েছিলেন।
অর্থমন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত রমেশ্বর খনাল অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার জন্য পরিচিত। তিনি সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের অর্থনৈতিক কমিশনের নেতৃত্বে ৪৪৭ পৃষ্ঠার একটি সুপারিশমালা প্রস্তুত করেন, যা আগের সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল।
জ্বালানি খাতে বহুল আলোচিত কুলমান ঘিসিং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য সংস্কার এনেছিলেন। তার পুনর্বাসনকে জনগণের আস্থার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত সপ্তাহে দুর্নীতিবিরোধী জেন জি আন্দোলনের বিক্ষোভে ৭০ জনের বেশি মানুষ নিহত হন এবং দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এমন পরিস্থিতিতে সরকার সংস্কারের অংশ হিসেবে এই মন্ত্রীসভা পুনর্গঠন করা হয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক