ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা, ছয় মাসে নির্বাচনের প্রতিশ্রুতি
.jpg)
নিজস্ব প্রতিবেদক : নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে সুশীলা বলেন, “আমি দায়িত্ব নেওয়ার ইচ্ছা পোষণ করিনি। আন্দোলনের কণ্ঠস্বরের কারণেই আমি এ দায়িত্ব নিতে বাধ্য হয়েছি।”
এর আগে গত শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। তার অনুরোধে সেদিন রাতেই প্রেসিডেন্ট জাতীয় ও প্রাদেশিক সংসদ ভেঙে দেন। ঘোষিত সময় অনুযায়ী, ২০২৬ সালের ৫ মার্চ নেপালে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুশীলা কার্কির দায়িত্ব গ্রহণের পেছনে বড় ভূমিকা রেখেছে চলমান দুর্নীতি বিরোধী গণআন্দোলন। এই আন্দোলনে এ পর্যন্ত ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
সুশীলা কার্কি বলেছেন, “জেন-জি প্রজন্ম দুর্নীতিমুক্ত, সমতাভিত্তিক ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা চায়। আমাদেরও সেদিকেই যেতে হবে।”
আন্দোলনের সময় পার্লামেন্ট ভবন, এমপি-মন্ত্রীদের বাসভবন এবং সুপ্রিম কোর্টসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার নিন্দা জানিয়ে সুশীলা বলেন, “যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তারা যদি সত্যি নেপালি হয়, আমি লজ্জিত।”
প্রসঙ্গত, সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। মাত্র ১১ মাস দায়িত্ব পালন করলেও দুর্নীতিবিরোধী অবস্থানের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন।
বর্তমানে সেই আস্থার ভিত্তিতেই আন্দোলনরত তরুণদের আহ্বানে তিনি প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেছেন, যার মূল লক্ষ্য একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- ২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত