ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

জেন-জি আন্দোলনে : হিলটনের ধস ঘিরে উঠছে নানা সন্দেহ

২০২৫ সেপ্টেম্বর ১৪ ১৬:৪৩:২৫

জেন-জি আন্দোলনে : হিলটনের ধস ঘিরে উঠছে নানা সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক : জেনারেশন-জি (জেন-জি) আন্দোলনের সহিংস বিক্ষোভে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে নেপালের পর্যটন খাত। হোটেল ভাঙচুর, বুকিং বাতিল এবং যাতায়াতে বিঘ্ন ঘটায় আনুমানিক ২৫ বিলিয়ন বা ২৫০০ কোটি নেপালি রুপির ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস।

শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের ৮ ও ৯ তারিখের বিক্ষোভে কাঠমান্ডু, পোখারা, ভৈরহাওয়া, বিরাটনগর ও ধনগড়ীসহ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চলগুলোতে সহিংসতা ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় দুই ডজনেরও বেশি হোটেল। এর মধ্যে শুধুমাত্র কাঠমান্ডুর হিলটন হোটেলেই ক্ষতির পরিমাণ প্রায় ৮ বিলিয়ন রুপি।

হোটেল অ্যাসোসিয়েশন নেপালের (HAN) প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এই সহিংসতার কারণে দেশজুড়ে ব্যাপক বুকিং বাতিল হয়েছে এবং প্রায় ১৫ হাজার বিদেশি পর্যটক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। মূলত পর্যটন মৌসুম শুরুর মুহূর্তে এমন সহিংসতা শিল্পটিকে এক কঠিন চ্যালেঞ্জে ফেলে দিয়েছে।

তবে ধাক্কা সামলে দ্রুত ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।নেপাল ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী দীপক রাজ জোশী বলেছেন, “পর্যটন অবশ্যই ঘুরে দাঁড়াবে। আমাদের পুনরুদ্ধার পরিকল্পনা প্রস্তুত আছে। ২০১৫ সালের ভূমিকম্প ও কোভিড-১৯ এর ধাক্কা থেকেও আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম।”

অর্থনীতিবিদ ড. সমীর খাতিওয়াড়া এবং পর্যটন শিল্পের নেতারা সরকারকে আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় জোর দিতে বলেছেন। একই সঙ্গে দেশে অবস্থানরত বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।

হোটেল অ্যাসোসিয়েশন নেপালের চেয়ারম্যান বিনায়ক শাহ বলেন, “যেহেতু পর্যটন মৌসুম শুরু হতে যাচ্ছে, তাই নেপাল থেকে একটি ইতিবাচক বার্তা দেওয়া এখন অত্যন্ত জরুরি।”

তিনি বলেন, “পুনরুদ্ধারে সব অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে।”

এদিকে ট্রেকিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব নেপাল (TAAN) ও মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনসহ পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলো আস্থা ফিরিয়ে আনার জন্য সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক পর্যটকদের মাঝে নেপালের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে। ফলে পর্যটন আয়ের ওপর নির্ভরশীল নেপালের অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত