ঢাকা, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২
স্কুলে বিমান হাম’লা: নি’হত অন্তত ১৯ শিক্ষার্থী

আন্তরর্জাতিক ডেস্ক: মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৯ শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার আরাকান আর্মি (এএ) এ তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। হামলা কিয়াউকতাও শহরের দুটি বেসরকারি উচ্চ বিদ্যালয়কে লক্ষ্য করে চালানো হয়েছে।
বর্তমানে রাখাইনের নিয়ন্ত্রণ দখল নিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে তীব্র লড়াই চালাচ্ছে আরাকান আর্মি। গত এক বছরে এএ অঞ্চলের বিশাল অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সংঘাত ৫ দশকেরও বেশি সময় ধরে চললেও ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর পরিস্থিতি নতুন মাত্রা পায়।
২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করে। সেনাপ্রধান মিন অং হ্লেইং এই অভ্যুত্থানে নেতৃত্ব দেন। ক্ষমতা দখলের পরপরই গণতন্ত্রপন্থী জনগণ দেশজুড়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ ও নিরাপত্তাবাহিনী আগ্নেয়াস্ত্র ব্যবহার শুরু করে। ২০২২ সালের দিকে অনেক গণতন্ত্রপন্থী বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দেন।
২০২২ সালের পর থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (নাগ) সঙ্গে যুক্ত হয়ে জান্তাবিরোধী লড়াই নতুন মাত্রা পায়। ২০২৩ সালে দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা সেনার নিয়ন্ত্রণ থেকে বের হয়ে যায়, যার মধ্যে ভারত ও চীন সীমান্তও রয়েছে।
আরাকান আর্মির টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতের পর কিয়াউকতাও শহরের দুটি স্কুলকে লক্ষ্য করে সামরিক বাহিনী ৫০০ পাউন্ডের দুটি বোমা নিক্ষেপ করেছে। এতে ১৫ থেকে ২১ বছর বয়সী ১৯ শিক্ষার্থী নিহত হন। এএ নিহত শিক্ষার্থীদের পরিবারগুলোর সঙ্গে একইভাবে শোকাহত। তবে মিয়ানমারের সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, হামলার সময় শিক্ষার্থীরা ঘুমাচ্ছিল। ইউনিসেফ এই “নৃশংস হামলা”র তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে, শিক্ষার্থীদের ওপর এই হামলা রাখাইনে ক্রমবর্ধমান সহিংসতার বহিঃপ্রকাশ।
কিয়াউকতাও অঞ্চলে ইন্টারনেট ও ফোন সেবা সীমিত থাকায় সেখানকার স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যায়নি। এদিকে, সামরিক বাহিনী দেশজুড়ে বিদ্রোহীদের সঙ্গে লড়াই চালাচ্ছে এবং বেসামরিক এলাকায় বিমান হামলা ও কামানের গোলা নিক্ষেপ চালানোর অভিযোগ উঠেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- ২২৭ কোটি টাকায় টোটালগাজ কিনে নিল ওমেরা পেট্রোলিয়াম