ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

২০২৭ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মাদ্রিদে হবে

২০২৫ সেপ্টেম্বর ১২ ১০:৪৮:২৯

২০২৭ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মাদ্রিদে হবে

স্পোর্টস ডেস্ক: ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা নিশ্চিত করেছে, ২০২৭ সালের পুরুষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে স্পেনের মাদ্রিদে। মাদ্রিদকে এ মর্যাদাপূর্ণ ম্যাচের আয়োজক নির্বাচিত করা হয়েছে আতলেতিকো মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিতানো স্টেডিয়ামের জন্য। এর ফলে আজারবাইজানের বাকুর অলিম্পিক স্টেডিয়াম প্রতিযোগিতায় পিছিয়ে যায়।

উয়েফা আরও জানিয়েছে, ২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে পোল্যান্ডের ওয়ারশ-এর ন্যাশনাল স্টেডিয়ামে।

প্রথমে ইতালির মিলান শহরের সান সিরো স্টেডিয়ামকে ২০২৭ সালের পুরুষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু হিসেবে নির্বাচন করা হয়েছিল। তবে ২০২৪ সালের সেপ্টেম্বরে উয়েফা সেই সিদ্ধান্ত বাতিল করে। কারণ সম্ভাব্য সংস্কার কাজের কারণে ৯৯ বছরের পুরোনো স্টেডিয়ামটি খেলার জন্য প্রস্তুত থাকবে কিনা তা নিশ্চিত করা যাচ্ছিল না।

২০২৪ সালের অক্টোবরে নতুন করে দরপত্র আহ্বান করলে মাত্র দুটি আবেদন আসে—মাদ্রিদ ও বাকু থেকে। শেষ পর্যন্ত আলবেনিয়ার তিরানায় অনুষ্ঠিত উয়েফার নির্বাহী কমিটির বৈঠকে মাদ্রিদকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

২০১৭ সালে উদ্বোধন হওয়া ৭০,৬৯২ আসনের রিয়াদ এয়ার মেট্রোপলিতানো স্টেডিয়ামে ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল, যেখানে লিভারপুল ২-০ গোলে হারেছিল টটেনহ্যাম হটস্পারকে। ২০২৭ সালের ফাইনাল হবে ষষ্ঠবার মাদ্রিদের আয়োজকত্ব; এর চেয়ে বেশি আয়োজকত্ব পেয়েছে কেবল লন্ডন (৮বার)।

এছাড়া, ২০২৬ সালের পুরুষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো হাঙ্গেরির বুদাপেস্টে, পুসকাস এরেনায়, ৩০ মে। একই মৌসুমের নারী ফাইনাল হবে নরওয়ের অসলোতে, উলেভাল স্টেডিয়ামে।

উয়েফা আরও নিশ্চিত করেছে, ২০২৬ সালের পুরুষদের সুপার কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার সালজবুর্গের রেড বুল এরেনায়।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত