ঢাকা, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেবে বিটিসিএল

চাকরি ডেস্ক: বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ‘সহকারী ব্যবস্থাপক (কারিগরি)’ পদে ৯২ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারিগরি)পদ সংখ্যা: ৯২টিবেতন-স্কেল: গ্রেড-৭ (৩০,৯০০-৭৭,৪০০/-) এবং অন্যান্য সুবিধা।চাকরির ধরন: স্থায়ীকর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
শিক্ষাগত যোগ্যতা (বিস্তারিত ইমেজ থেকে প্রাপ্ত তথ্য):১. সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, কম্পিউটার, ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই), ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই), সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা তথ্য প্রযুক্তি ধরনের সমসাময়িক বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (প্রকৌশল) ডিগ্রি বা সমমানের (ইউজিসি কর্তৃক ইকুভ্যালেন্স) বিদেশি ডিগ্রি থাকতে হবে।
২. যে সকল প্রার্থী ক্রেডিট সিস্টেমে পাশ করেছেন তাদের স্নাতক (প্রকৌশল) ডিগ্রি বা সমমানের বিদেশি ডিগ্রিতে সিজিপিএ ৪.০০ (চার)-এর মধ্যে ন্যূনতম ২.৫০ (দুই দশমিক পাঁচ শূন্য) এবং উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ (পাঁচ)-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ (তিন দশমিক পাঁচ শূন্য) থাকতে হবে। অন্যান্যের ক্ষেত্রে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না। কোনো জিপিএ/সিজিপিএ ৫.০০ বা ৪.০০ স্কেলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি অনুসারে জিপিএ/সিজিপিএ রূপান্তর করতে হবে।
বয়সসীমা:২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম:আগ্রহী প্রার্থীরা বিটিসিএল-এর নির্ধারিত ওয়েবসাইটে (বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এ ক্লিক করে) অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সময় ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি:টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ২৩০ টাকা প্রদান করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০:০০টা।আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ০৫:০০টা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
সূত্র: ইত্তেফাক, ১১ সেপ্টেম্বর ২০২৫।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান