ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

অফিসার পদে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

২০২৬ জানুয়ারি ৩১ ১৮:১১:২৫

অফিসার পদে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশে চাকরির সুযোগ তৈরি হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক এই সংস্থাটি তাদের এমইএএল (MEAL) বিভাগে ‘অফিসার’ পদে একজন জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এমইএএল বিভাগের অফিসার পদে নিয়োগটি হবে পূর্ণকালীন ভিত্তিতে। নির্বাচিত প্রার্থীকে মাসিক ৭৮,০১৫ টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।

পদের বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম: অ্যাকশনএইড বাংলাদেশ

বিভাগ: এমইএএল

পদের নাম: অফিসার

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: পূর্ণকালীন

কর্মস্থল: কক্সবাজার

বেতন: ৭৮,০১৫ টাকা

প্রার্থীর যোগ্যতা

আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই এ পদে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬। কাজের ক্ষেত্র, দায়িত্ব, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত তথ্যসংস্থার নির্ধারিত লিংকে পাওয়া যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন