ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
নেপালে বাংলাদেশি পরিবারকে মারধর-লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে চলমান তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যে কাঠমান্ডুতে এক বাংলাদেশি পরিবারকে মারধর করে নগদ অর্থ ও সোনার অলংকারসহ প্রায় ৮ লাখ টাকার সম্পদ লুট করেছে বিক্ষোভকারীরা। একই সাথে, বিমানবন্দরের পথে থাকা এক বাংলাদেশি নারী পর্যটকের বাসে আগুন ধরিয়ে দেওয়ায় তার পাসপোর্ট ও ব্যক্তিগত জিনিসপত্র পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস দ্রুত পদক্ষেপ নিয়ে ৩০ জন বাংলাদেশিকে উদ্ধার করে। এরপর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানবাহিনী এক বিশেষ উদ্ধার অভিযান চালিয়ে জাতীয় ফুটবল দল, কর্মকর্তা এবং ক্রীড়া সাংবাদিকসহ মোট ৫৫ জনকে নিরাপদে দেশে ফিরিয়ে এনেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও নেপালে বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আবু ইউসুফ ও তার পরিবারের তিন সদস্যের ওপর একটি পাঁচতারা হোটেলের কক্ষে হামলা চালানো হয়। বিক্ষোভকারীরা তাদের মারধর করে প্রায় ৮ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার ও সোনার গয়না লুট করে। আতঙ্কিত পরিবারকে পরে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের বাসভবনে সরিয়ে নেওয়া হয়, যেখানে তারা চিকিৎসা ও নিরাপত্তা পান।
আরেকটি ঘটনায়, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করা এক বাংলাদেশি নারী পর্যটকের বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তার পাসপোর্ট, মোবাইল ফোন ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র পুড়ে যায়। নারী পর্যটক ও অন্যান্য যাত্রীরা নিকটবর্তী একটি বাড়িতে আশ্রয় নিয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত উদ্ধার ব্যবস্থা নেওয়া হয়।
জাতীয় ফুটবল দলের সহায়তায় যাওয়ার পথে রাষ্ট্রদূতের সরকারি গাড়িও বিক্ষোভকারীদের মাঝে পড়ে যায়। কিছু বিক্ষোভকারী গাড়ির সাইড মিরর ভেঙে ফেলেন, যদিও পরে অন্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ৩০ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে—এর মধ্যে ১০ জন বিমানবন্দর থেকে এবং ২০ জন কাঠমান্ডুর বিভিন্ন স্থান থেকে। তারা সবাই এখন দূতাবাসের তত্ত্বাবধানে এয়ারলাইন্সের নির্ধারিত নিরাপদ হোটেলে অবস্থান করছেন।
প্রধান উপদেষ্টার নির্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অনুরোধে বৃহস্পতিবার বেলা ১১টা ৫৩ মিনিটে ঢাকার কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে একটি পরিবহন বিমান নেপালের উদ্দেশ্যে পাঠানো হয়। একই দিন বিকেল ৪টা ৩৭ মিনিটে বিমানটি ৩৮ জন ফুটবলার, কোচ, দলের কর্মকর্তা ও প্রতিনিধি, ১৬ জন ক্রীড়া সাংবাদিক এবং ১ জন ছাত্র সমন্বয়কারীসহ মোট ৫৫ জনকে নিয়ে দেশে ফেরে। বিমানবন্দরে সশস্ত্র বাহিনী বিভাগ, বিমানবাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দলকে অভ্যর্থনা জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান