ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে যাকে চায় জেন-জি
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে বিক্ষোভের তীব্রতায় কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রশ্ন সামনে এসেছে। এই পরিস্থিতিতে রাজধানী কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছে আন্দোলনে নেতৃত্ব দেওয়া জেন-জি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর অনলাইনে জেন-জি বিক্ষোভকারীরা বালেন্দ্র শাহকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট শুরু করেছেন।
গত সপ্তাহে নেপাল সরকার ফেসবুক, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের ঘোষণা দিলে প্রতিবাদে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভ দমন করতে গিয়ে আইনশৃঙ্খলাবাহিনী গুলি চালায়, যার ফলে শুধুমাত্র কাঠমান্ডুতেই ১৯ জন নিহত হন, যাদের মধ্যে ১৮ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই স্কুল ও কলেজ শিক্ষার্থী ছিলেন।
বালেন্দ্র শাহ আগে একজন র্যাপার ছিলেন। র্যাপার থেকে রাজনীতিতে প্রবেশ করে তিনি কাঠমান্ডুর মেয়র হন এবং এখন তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আন্দোলনের শুরুতেই তিনি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান। তবে আন্দোলনে সরাসরি অংশ নেওয়ার জন্য ২৮ বছরের বয়সসীমা থাকায় তিনি তা করতে পারেননি। সামাজিকমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, এটি তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত আন্দোলন। রাজনৈতিক দল, নেতা বা প্রচারকরা যেন এই সমাবেশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে এটি গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, যদিও তিনি সরাসরি অংশগ্রহণ করতে পারছেন না, জেন-জির প্রতি তার পূর্ণ সমর্থন থাকবে।
কে এই বালেন্দ্র শাহ?
বালেন্দ্র শাহ, যাকে বালেন নামেও চেনে, বর্তমানে কাঠমান্ডুর মেয়র। ১৯৯০ সালে জন্মগ্রহণ করা বালেন্দ্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন এবং ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
রাজনীতিতে প্রবেশের আগে তিনি নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতের একজন র্যাপার এবং গীতিকার ছিলেন। তার গানগুলোতে প্রায়ই দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিষয়গুলো উঠে এসেছে।
২০২২ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বড় দলগুলোর প্রার্থীদের পরাজিত করে তিনি ৬১ হাজারেরও বেশি ভোটে জয়ী হন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি