ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৯:৪২:২৭

নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, বিদ্যমান সমস্যা ও সংকটগুলোর দায় স্বীকার করে দ্রুত সমাধান করতে হবে। প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ভবিষ্যতে সরকার চালাবে, তাদের জন্যও এ সংস্কার অপরিহার্য।

বৈঠকে সরকারি কর্ম কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি পাঁচ বছরের রোডম্যাপ দিয়েছে। সে অনুযায়ী প্রতিবছর নভেম্বর থেকে পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করা হবে।

কমিশনের সদস্যরা বৈঠকে বলেন, গত ১৫ বছর ধরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটেছে। তবে এখন থেকে আর যেন এমন কিছু না ঘটে, সে জন্য সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তাদের মতে, পিএসসিকে জনগণের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলাই প্রধান লক্ষ্য।

প্রশ্নপত্রের মানও নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে। এভাবে বিসিএস প্রস্তুতি গ্রহণকারী চাকরিপ্রত্যাশীরা কেবল জাতীয় পর্যায়েই নয়, বৈশ্বিক প্রতিযোগিতায়ও নিজেদের যোগ্য প্রমাণ করতে পারবেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত