ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার
.jpg)
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস স্বচ্ছতা বজায় রেখে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট সময়ে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, বিদ্যমান সমস্যা ও সংকটগুলোর দায় স্বীকার করে দ্রুত সমাধান করতে হবে। প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ভবিষ্যতে সরকার চালাবে, তাদের জন্যও এ সংস্কার অপরিহার্য।
বৈঠকে সরকারি কর্ম কমিশনের আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি পাঁচ বছরের রোডম্যাপ দিয়েছে। সে অনুযায়ী প্রতিবছর নভেম্বর থেকে পরবর্তী বছরের অক্টোবরের মধ্যে পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করা হবে।
কমিশনের সদস্যরা বৈঠকে বলেন, গত ১৫ বছর ধরে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটেছে। তবে এখন থেকে আর যেন এমন কিছু না ঘটে, সে জন্য সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। তাদের মতে, পিএসসিকে জনগণের আস্থার জায়গা হিসেবে গড়ে তোলাই প্রধান লক্ষ্য।
প্রশ্নপত্রের মানও নতুনভাবে নির্ধারণ করা হচ্ছে। এভাবে বিসিএস প্রস্তুতি গ্রহণকারী চাকরিপ্রত্যাশীরা কেবল জাতীয় পর্যায়েই নয়, বৈশ্বিক প্রতিযোগিতায়ও নিজেদের যোগ্য প্রমাণ করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- চার জেডের শেয়ারে বিনিয়োগকারীদের সর্বোচ্চ আস্থা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- মুনাফা কমলেও ডিভিডেন্ড বেড়েছে ওয়ালটনের