ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

আল্লাহর গুণবাচক নামেই রয়েছে রহমতের ছায়া

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১৬:৩৬:২২

আল্লাহর গুণবাচক নামেই রয়েছে রহমতের ছায়া

নিজস্ব প্রতিবেদক : আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, “আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ (উপাসনার উপযুক্ত) নেই। তাঁরই আছে সুন্দর সুন্দর নাম।” (সূরা ত্বহা, আয়াত: ৮)। এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, একমাত্র আল্লাহই উপাসনার যোগ্য, আর তাঁর গুণবাচক নামগুলোই তাঁর রহমতের দ্বার খুলে দেয়।

তাফসিরকারীরা বলেন, আল্লাহ তাআলা গোপন ও অতি গোপন সব বিষয়ে অবগত। তিনি একমাত্র ইলাহ, তাঁর কোনো শরিক নেই, এবং তাঁর অগণিত গুণবাচক নাম রয়েছে, যা দ্বারা মানুষ তাঁকে ডাকতে পারে। কোরআনের আরেক আয়াতে বলা হয়েছে, “আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাঁকে সেসব নামেই ডাকবে। যারা তাঁর নাম বিকৃত করে, তাদের বর্জন করবে।” (সূরা আরাফ, আয়াত: ১৮০)

জনশ্রুতি অনুযায়ী, আল্লাহর নামের সংখ্যা কয়েক হাজার হলেও ইসলামী পরিমণ্ডলে এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য হচ্ছে, হাদিস শরিফে বর্ণিত ৯৯টি গুণবাচক নাম। এ সম্পর্কে হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “আল্লাহর ৯৯টি নাম আছে, যে তা গণনা (পাঠ বা মুখস্থ) করবে, সে জান্নাতে প্রবেশ করবে।” (সহিহ বুখারি, হাদিস: ২৭৩৬)

বিশ্বখ্যাত আলেমরা বলেন, মানুষ নিজের ইচ্ছেমতো আল্লাহর নাম তৈরি করতে পারে না। কেবল কোরআন ও হাদিসে যেসব গুণবাচক নাম এসেছে, সেগুলোর মাধ্যমেই আল্লাহকে ডাকা উচিত। কারণ, মানুষের পক্ষে এমন শব্দ চয়ন করা সম্ভব নয়, যা আল্লাহর সমস্ত গুণ-বৈশিষ্ট্য প্রকাশ করতে সক্ষম।

আল্লাহর এসব নাম শুধু ডাকার মাধ্যম নয়, বরং বিপদে-আপদে তাঁর রহমতের আশ্রয় নেওয়ার পথ। প্রতিনিয়ত মানুষের জীবনে নানা দুঃখ-কষ্ট, দুশ্চিন্তা ও জটিলতা দেখা দেয়—তখন আল্লাহর নামেই মেলে সান্ত্বনা, আসে সমাধান। কোরআন ও হাদিসে বারবার আল্লাহর নাম নিয়ে দোয়া করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

তাই মুসলমানদের উচিত, সংকট কিংবা শান্তির সময়—সব অবস্থায় আল্লাহর গুণবাচক নাম মুখে রাখা, এবং তাঁর কাছে দোয়া ও সাহায্য চাওয়া।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত