ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

পুতিনের আমন্ত্রণ, জেলেনস্কির নাকচ: বৈঠক নিয়ে অনিশ্চয়তা

২০২৫ সেপ্টেম্বর ০৭ ১২:১৩:০৩

পুতিনের আমন্ত্রণ, জেলেনস্কির নাকচ: বৈঠক নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার রাজধানীকে বৈঠকের জায়গা হিসেবে বাছাই করা তাদের আন্তরিকতার অভাবকে স্পষ্টভাবে প্রমাণ করছে।

মার্কিন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, “আমি সেই শহরে যেতে পারি না, যেখান থেকে প্রতিদিন ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ চালানো হচ্ছে।” তিনি আরও জানিয়েছেন, পুতিন চাইলে তিনি কিয়েভে আসতে প্রস্তুত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সরাসরি আলোচনায় বসানোর চেষ্টা চালাচ্ছেন। গত মাসে আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের অন্যতম লক্ষ্য ছিল এই ধরনের দ্বিপক্ষীয় বা ত্রিপক্ষীয় আলোচনার সূচনা।

ট্রাম্প জানিয়েছেন, জেলেনস্কি যদি ওয়াশিংটন সফর করেন এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষ করেন, তখন পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক সম্ভব হবে। তবে মস্কো নতুন শর্ত আরোপ করছে, একই সময়ে ইউক্রেনীয় শহরগুলোর ওপর হামলাও জোরদার করেছে।

পুতিন এই সপ্তাহে বলেছিলেন, বৈঠকের জন্য তিনি “প্রস্তুত”, কিন্তু সেটি অবশ্যই মস্কোয় হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছিল “আলোচনার জন্য, আত্মসমর্পণের জন্য নয়।”

জেলেনস্কি প্যারিসে ‘কোয়ালিশন অব দ্য রেজোলিউট’ সম্মেলনের পর মন্তব্য করেন, মস্কোয় আমন্ত্রণ আসাটাই অন্তত সরাসরি আলোচনা শুরু হওয়ার অগ্রগতি।

শনিবার জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে রাশিয়া ইউক্রেনে প্রায় ১,৫০০ ড্রোন, প্রায় ৯০০ গাইডেড বোমা এবং ৫০টি বিভিন্ন ধরনের মিসাইল ছুঁড়েছে। এতে দেশের ১৪টি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই দিনে ট্রাম্প মন্তব্য করেন, “কিছু একটা হবে, তবে ওরা এখনো প্রস্তুত নয়… আমরা করবো।” তিনি আলোচনার সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।

এমজে

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত