ঢাকা, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
আপনার চুলই হতে পারে দাঁত সুরক্ষার নতুন উপাদান
.jpg)
লাইফস্টাইল ডেস্ক: দাঁতের চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে চুল বা পশম থেকে তৈরি বিশেষ এক উপাদান—কেরাটিন। যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের গবেষকরা জানিয়েছেন, মানুষের চুল কিংবা ত্বক থেকে পাওয়া এই প্রোটিন দাঁতের ক্ষতিগ্রস্ত এনামেল পুনর্গঠন করতে এবং দাঁতকে সুরক্ষা দিতে সক্ষম। গবেষকদের দাবি, এই কেরাটিন-ভিত্তিক টুথপেস্ট দাঁতের ক্ষয় রোধের নতুন দিগন্ত খুলে দিতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
তাদের পরীক্ষায় দেখা গেছে, লালায় থাকা খনিজের সঙ্গে কেরাটিন মিশে দাঁতের গায়ে প্রাকৃতিক এনামেলের মতো একধরনের শক্ত আবরণ তৈরি করে। এটি শুধু ক্ষতিগ্রস্ত এনামেল মেরামতই করে না, বরং দাঁতের ক্ষয়ের প্রাথমিক ধাপগুলোও ঠেকাতে পারে।
গবেষণার প্রধান লেখক ও পিএইচডি গবেষক সারা গামেয়া বলেন, “কেরাটিন দাঁতের চিকিৎসায় আমূল পরিবর্তন আনতে পারে। এটি জীববিজ্ঞান ও দন্তচিকিৎসার মাঝে এক নতুন সেতুবন্ধন তৈরি করছে এবং পুরোপুরি পরিবেশবান্ধব একটি সমাধান দিচ্ছে।”
তিনি আরও জানান, প্রচলিত দন্তচিকিৎসায় ব্যবহৃত রেজিন সাধারণত বিষাক্ত ও কম টেকসই। কিন্তু কেরাটিন জীববর্জ্য—যেমন চুল বা পশম—থেকে সংগ্রহ করা যায়, যা দাঁতের জন্য নিরাপদ ও কার্যকর বিকল্প হতে পারে।
অ্যাডভান্সড হেলথকেয়ার ম্যাটেরিয়ালস জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, কেরাটিন দাঁতে প্রয়োগ করলে তা লালার খনিজের সংস্পর্শে এসে সুশৃঙ্খল স্ফটিক কাঠামো তৈরি করে। যা দেখতে আসল এনামেলের মতো এবং ঠিক তেমনভাবেই দাঁতকে সুরক্ষা দেয়। সময়ের সঙ্গে সঙ্গে এই কাঠামো ক্যালসিয়াম ও ফসফেট আয়ন আকর্ষণ করে দাঁতের চারপাশে প্রাকৃতিক আবরণ গড়ে তোলে।
বিশেষজ্ঞরা বলছেন, বয়স, অ্যাসিডিক খাবার, পানীয় বা অনিয়মিত ব্রাশিংয়ের কারণে দাঁতের এনামেল একবার নষ্ট হলে তা আর স্বাভাবিকভাবে ফিরে আসে না। কিন্তু নতুন এই প্রযুক্তি দাঁতের স্বাভাবিক গঠন ফিরিয়ে আনার সম্ভাবনা জাগিয়েছে।
কিংস কলেজ লন্ডনের প্রোস্থোডন্টিক্স কনসালটেন্ট ড. শেরিফ এলশারকাওয়ি বলেন, “আমরা এখন এমন এক যুগে প্রবেশ করছি যেখানে বায়োটেকনোলজি শুধু উপসর্গ নিরাময় করছে না, বরং শরীরের নিজস্ব উপাদান ব্যবহার করে স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনছে। ভবিষ্যতে হয়তো সাধারণ চুল কাটাই দাঁতের জন্য নতুন এনামেল তৈরির উৎস হয়ে উঠবে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার