ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
মিউচুয়াল ফান্ডের ৪৫ কোটি টাকা লোপাট, দুদকের পদক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি মিউচুয়াল ফান্ড থেকে ইউনিটহোল্ডারদের ৪৫ কোটি ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে। এ ঘটনায় বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এমন পরিস্থিতিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার আসাদুল ইসলামসহ সব পরিচালকের ব্যাংক হিসাব ও এনবিএফআই হিসাব থেকে অর্থ উত্তোলন বন্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি দুদকের সচিব বরাবর পাঠানো চিঠিতে বিএসইসি এই অনুরোধ জানিয়েছে।
বিএসইসি সূত্র জানিয়েছে, অ্যালায়েন্স ক্যাপিটালের ব্যবস্থাপনায় পরিচালিত এমটিবি ইউনিট ফান্ড এবং অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড থেকে বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করা হয়েছে। কমিশনের তদন্তে উঠে এসেছে, ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এ অর্থ স্থানান্তর করা হয়।
তদন্তে শুধু সম্পদ ব্যবস্থাপকই নয়, ফান্ড দুটির ট্রাস্টি, নিরীক্ষক ও কাস্টডিয়ানেরও দায়িত্বহীনতা পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে এবং নিয়ম ভঙ্গ করে বড় অঙ্কের টাকা ব্যক্তিস্বার্থে পাচার করেছে। এছাড়া ফান্ডের ব্যাংক হিসাব সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য দিতে ব্যর্থ হয়েছে সম্পদ ব্যবস্থাপক।
চিঠিতে বিএসইসি উল্লেখ করেছে, ফান্ড দুটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) আগামী দুই মাসের মধ্যে কমিশনের প্যানেলভুক্ত কোনো নিরীক্ষকের মাধ্যমে ভ্যালুয়েশন (পুনর্মূল্যায়ন) সম্পন্ন করবে। পরে এক মাসের মধ্যে ইউনিটহোল্ডারদের সঙ্গে বৈঠক করে ফান্ডের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কমিশনকে জানাতে হবে। এর আগে পর্যন্ত সব ব্যাংক ও এনবিএফআই হিসাব থেকে অর্থ উত্তোলন বন্ধ রাখতে হবে।
বিএসইসির তদন্ত কমিটি জানিয়েছে, অর্থ পাচার নিয়ে ব্যাখ্যা চাইলে খন্দকার আসাদুল ইসলাম কোনো সহযোগিতা করেননি এবং প্রমাণও দেননি। বরং তার দেশত্যাগের আশঙ্কা রয়েছে। এজন্য ২০২৩ সালের ২৮ মার্চ বিএসইসি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পৃথক চিঠি দিয়েআসাদুল ইসলামের দেশত্যাগ ঠেকাতে পদক্ষেপ নিতে অনুরোধ জানায়।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার