ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২
মিউচুয়াল ফান্ডের ৪৫ কোটি টাকা লোপাট, দুদকের পদক্ষেপ দাবি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি মিউচুয়াল ফান্ড থেকে ইউনিটহোল্ডারদের ৪৫ কোটি ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের বিরুদ্ধে। এ ঘটনায় বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এমন পরিস্থিতিতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার আসাদুল ইসলামসহ সব পরিচালকের ব্যাংক হিসাব ও এনবিএফআই হিসাব থেকে অর্থ উত্তোলন বন্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি দুদকের সচিব বরাবর পাঠানো চিঠিতে বিএসইসি এই অনুরোধ জানিয়েছে।
বিএসইসি সূত্র জানিয়েছে, অ্যালায়েন্স ক্যাপিটালের ব্যবস্থাপনায় পরিচালিত এমটিবি ইউনিট ফান্ড এবং অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড থেকে বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ করা হয়েছে। কমিশনের তদন্তে উঠে এসেছে, ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এ অর্থ স্থানান্তর করা হয়।
তদন্তে শুধু সম্পদ ব্যবস্থাপকই নয়, ফান্ড দুটির ট্রাস্টি, নিরীক্ষক ও কাস্টডিয়ানেরও দায়িত্বহীনতা পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়েছে এবং নিয়ম ভঙ্গ করে বড় অঙ্কের টাকা ব্যক্তিস্বার্থে পাচার করেছে। এছাড়া ফান্ডের ব্যাংক হিসাব সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য দিতে ব্যর্থ হয়েছে সম্পদ ব্যবস্থাপক।
চিঠিতে বিএসইসি উল্লেখ করেছে, ফান্ড দুটির ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিজিআইসি) আগামী দুই মাসের মধ্যে কমিশনের প্যানেলভুক্ত কোনো নিরীক্ষকের মাধ্যমে ভ্যালুয়েশন (পুনর্মূল্যায়ন) সম্পন্ন করবে। পরে এক মাসের মধ্যে ইউনিটহোল্ডারদের সঙ্গে বৈঠক করে ফান্ডের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কমিশনকে জানাতে হবে। এর আগে পর্যন্ত সব ব্যাংক ও এনবিএফআই হিসাব থেকে অর্থ উত্তোলন বন্ধ রাখতে হবে।
বিএসইসির তদন্ত কমিটি জানিয়েছে, অর্থ পাচার নিয়ে ব্যাখ্যা চাইলে খন্দকার আসাদুল ইসলাম কোনো সহযোগিতা করেননি এবং প্রমাণও দেননি। বরং তার দেশত্যাগের আশঙ্কা রয়েছে। এজন্য ২০২৩ সালের ২৮ মার্চ বিএসইসি বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে পৃথক চিঠি দিয়েআসাদুল ইসলামের দেশত্যাগ ঠেকাতে পদক্ষেপ নিতে অনুরোধ জানায়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ জানুয়ারি)
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল