ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
পাকিস্তানকে হারিয়ে সমতায় আফগানিস্তান

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই অনেকে ফাইনালের সম্ভাব্য দুই দল হিসেবে পাকিস্তান ও আফগানিস্তানকে এগিয়ে রেখেছিল। সংযুক্ত আরব আমিরাতের মতো দলকে টপকে তাদের ফাইনালে ওঠাটা ছিল প্রত্যাশিত। সেই প্রত্যাশা মতোই এই দুই দলই এখন ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ১৮ রানে হেরেছে পাকিস্তান। এর মধ্য দিয়ে সিরিজের প্রথম দেখায় পাকিস্তানের কাছে হারের মধুর প্রতিশোধ নিল আফগানরা। এই জয়ের পর উভয় দলেরই তিন ম্যাচ শেষে সমান চার পয়েন্ট করে হয়েছে।
আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। তাদের এই চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর মূল কৃতিত্ব দুই ওপেনার সেদিকউল্লাহ অটল ও ইব্রাহিম জাদরানের। রহমানউল্লাহ গুরবাজ (৮) দ্রুত আউট হয়ে গেলেও সেদিকউল্লাহ ও ইব্রাহিম মিলে ১১৩ রানের বিশাল জুটি গড়েন। সেদিকউল্লাহ ৪৫ বলে ৬৪ এবং ইব্রাহিম ৪৫ বলে ৬৫ রান করেন। তবে তাদের বিদায়ের পর বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাকিস্তানের ফাহিম আশরাফ ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিংয়ে নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে। দলীয় মাত্র ৮ রানেই ওপেনার সাইম আইয়ুব (০) সাজঘরে ফেরেন। আরেক ওপেনার শাহিবজাদা ফারহান ১৩ বলে ১৮ রান করে বিদায় নেন। এই দুজনকেই ফজলহক ফারুকি আউট করেন। এরপর পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান আফগান স্পিনাররা। ফখর জামান (২৫), সালমান আলি আগা (২০), মোহাম্মদ নওয়াজ (১২) এবং ফাহিম আশরাফরা ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। শেষদিকে দশম ব্যাটার হারিস রউফ ১৬ বলে ৪ ছক্কায় ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন, কিন্তু দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থেমে যায়। ফজলহক ফারুকি, রশিদ খান, মোহাম্মদ নবি ও নুর আহমদ—আফগানদের এই চার বোলার প্রত্যেকেই ২টি করে উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং ধস নিশ্চিত করেন। হারিস রউফ অপরাজিত থাকলেও তার দল ১৮ রানের ব্যবধানে হেরে যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার