ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
পাকিস্তানকে হারিয়ে সমতায় আফগানিস্তান
                                    স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই অনেকে ফাইনালের সম্ভাব্য দুই দল হিসেবে পাকিস্তান ও আফগানিস্তানকে এগিয়ে রেখেছিল। সংযুক্ত আরব আমিরাতের মতো দলকে টপকে তাদের ফাইনালে ওঠাটা ছিল প্রত্যাশিত। সেই প্রত্যাশা মতোই এই দুই দলই এখন ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের কাছে ১৮ রানে হেরেছে পাকিস্তান। এর মধ্য দিয়ে সিরিজের প্রথম দেখায় পাকিস্তানের কাছে হারের মধুর প্রতিশোধ নিল আফগানরা। এই জয়ের পর উভয় দলেরই তিন ম্যাচ শেষে সমান চার পয়েন্ট করে হয়েছে।
আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। তাদের এই চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করানোর মূল কৃতিত্ব দুই ওপেনার সেদিকউল্লাহ অটল ও ইব্রাহিম জাদরানের। রহমানউল্লাহ গুরবাজ (৮) দ্রুত আউট হয়ে গেলেও সেদিকউল্লাহ ও ইব্রাহিম মিলে ১১৩ রানের বিশাল জুটি গড়েন। সেদিকউল্লাহ ৪৫ বলে ৬৪ এবং ইব্রাহিম ৪৫ বলে ৬৫ রান করেন। তবে তাদের বিদায়ের পর বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। পাকিস্তানের ফাহিম আশরাফ ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের ব্যাটিংয়ে নিয়মিত বিরতিতেই উইকেট পড়তে থাকে। দলীয় মাত্র ৮ রানেই ওপেনার সাইম আইয়ুব (০) সাজঘরে ফেরেন। আরেক ওপেনার শাহিবজাদা ফারহান ১৩ বলে ১৮ রান করে বিদায় নেন। এই দুজনকেই ফজলহক ফারুকি আউট করেন। এরপর পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান আফগান স্পিনাররা। ফখর জামান (২৫), সালমান আলি আগা (২০), মোহাম্মদ নওয়াজ (১২) এবং ফাহিম আশরাফরা ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। শেষদিকে দশম ব্যাটার হারিস রউফ ১৬ বলে ৪ ছক্কায় ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন, কিন্তু দলের জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।
শেষ পর্যন্ত পাকিস্তানের ইনিংস ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থেমে যায়। ফজলহক ফারুকি, রশিদ খান, মোহাম্মদ নবি ও নুর আহমদ—আফগানদের এই চার বোলার প্রত্যেকেই ২টি করে উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং ধস নিশ্চিত করেন। হারিস রউফ অপরাজিত থাকলেও তার দল ১৮ রানের ব্যবধানে হেরে যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ