ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

এসএসসি ২০২৬: ঢাকা বোর্ডের নতুন কেন্দ্র নীতিমালা ঘোষণা

২০২৫ সেপ্টেম্বর ০২ ২০:৫৯:৪৩

এসএসসি ২০২৬: ঢাকা বোর্ডের নতুন কেন্দ্র নীতিমালা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য নতুন পরীক্ষা কেন্দ্র স্থাপন এবং বিদ্যমান কেন্দ্র পরিবর্তনের আবেদন আহ্বান করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। তবে এবার কম্পিউটার ল্যাববিহীন এবং ভাড়া ভবনের প্রতিষ্ঠানে কেন্দ্র স্থাপনের আবেদন করা যাবে না—এমন কিছু কঠোর শর্তারোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও অফেরতযোগ্য ফি সহ আবেদনপত্র বোর্ডের দপ্তরে জমা দিতে হবে। নতুন কেন্দ্র স্থাপনের জন্য ৩,০০০ টাকা এবং কেন্দ্র পরিবর্তনের জন্য ১,০০০ টাকা সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে, যার রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, প্রস্তাবিত কেন্দ্রের প্রধান শিক্ষককে বিদ্যালয়ের নিজস্ব প্যাডে আবেদন করতে হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সভাপতি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রতিস্বাক্ষর আবশ্যক।

গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভাড়া করা ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে অথবা যাদের নিজস্ব বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব নেই, তারা কেন্দ্র স্থাপনের জন্য আবেদন করতে পারবে না। এছাড়া, যেসব প্রতিষ্ঠানে ভেন্যু কেন্দ্র রয়েছে, তাদের শিক্ষার্থীদের কোন কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সে বিষয়ে সুস্পষ্ট আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রস্তাবিত কেন্দ্র অনুমোদিত হলে পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সেই কেন্দ্রে পরীক্ষা দিতে অংশগ্রহণের সম্মতি জানাতে হবে। এই সম্মতিপত্রের মূল কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব প্যাডে সুস্পষ্ট ঘোষণাসহ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। পাশাপাশি, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিদর্শন প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, নির্ধারিত ছক পূরণ করে আবেদন জমা দিতে হবে। নতুন কেন্দ্র স্থাপন বা কেন্দ্র পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে শিক্ষা বোর্ডের হাতে সংরক্ষিত থাকবে। নির্ধারিত সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

এসপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত