ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে

২০২৫ ডিসেম্বর ২৬ ১৫:০৭:০০

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়, আবেদন যেভাবে

পার্থ হক: জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় ২০২৬ সালের জন্য অ্যামজেন স্কলার্স ইন্টার্নশিপ প্রোগ্রামের আবেদন গ্রহণ শুরু করেছে। অ্যামজেন ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত এই আন্তর্জাতিক গবেষণা প্রোগ্রামে এশিয়ার বিভিন্ন দেশের স্নাতক শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবেন।

এশিয়ার শিক্ষার্থীদের জন্য সুযোগ

এই প্রোগ্রাম এশিয়ার পূর্ব, মধ্য, দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও পশ্চিম অঞ্চলের দেশগুলোর শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদনকারীদের অবশ্যই তাদের ডিগ্রির প্রথম বর্ষ সম্পন্ন করতে হবে এবং গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ শুরুর আগে স্নাতক শেষ করা যাবে না। ইংরেজিতে দক্ষতা প্রমাণের জন্য IELTS, TOEFL বা সমমানের ফলাফল জমা দিতে হবে।

আট সপ্তাহের পূর্ণকালীন গবেষণা

ইন্টার্নশিপটি পূর্ণকালীন (প্রায় ৪০ ঘণ্টা/সপ্তাহ) এবং শিক্ষার্থীরা কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা বিভাগে নিয়োগ পাবেন। অংশগ্রহণকারীরা বায়োকেমিস্ট্রি, বায়োইনফরমেটিকস, বায়োটেকনোলজি, ইমিউনোলজি, মলিকুলার জেনেটিকস, নিউরোসায়েন্স, টক্সিকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন।

প্রোগ্রামের সুবিধা

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অ্যামজেন স্কলার্স প্রোগ্রাম সম্পূর্ণ ফান্ডেড। নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—

১৮০,০০০ ইয়েন স্টাইপেন্ড (পূর্ণ প্রোগ্রামের জন্য)

ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকিট

কিয়োটোতে আবাসনের ব্যবস্থা

আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে নেটওয়ার্কিং সুযোগ

অংশগ্রহণযোগ্য অনুষদ ও ইনস্টিটিউট

চিকিৎসাবিজ্ঞান অনুষদ

ফার্মাসিউটিক্যালবিজ্ঞান অনুষদ

প্রকৌশল অনুষদ

কৃষিবিজ্ঞান অনুষদ

জ্বালানিবিজ্ঞান অনুষদ

জীববিজ্ঞান অধ্যয়ন অনুষদ

মানব টিকে থাকার উন্নত সমন্বিত অধ্যয়ন অনুষদ

রাসায়নিক গবেষণা ইনস্টিটিউট

উন্নত গবেষণা ইনস্টিটিউট

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট

স্টেটমেন্ট অব পারপাস

ইংরেজি দক্ষতার প্রমাণ

দুটি সুপারিশপত্র

অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট

আবেদন প্রক্রিয়া ও সময়সূচি

আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। শিক্ষার্থীরা অ্যাকাউন্ট তৈরি করে ফর্ম পূরণ করবেন, পছন্দের ল্যাব ও বিষয় উল্লেখ করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করবেন। রেফারেন্স জমা নির্ধারিত সময়ের মধ্যে দিতে হবে।

অনলাইনে আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৫

অনলাইনে আবেদন শেষ: ১ ফেব্রুয়ারি ২০২৬

ফলাফলের নোটিশ প্রকাশ: ২০২৬ সালের মার্চের শেষের দিকে

প্রোগ্রামের সময়: ৫ জুন ২০২৬ থেকে ৬ আগস্ট ২০২৬

এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চমানের গবেষণা অভিজ্ঞতা লাভ করতে পারবেন এবং আন্তর্জাতিক গবেষক ও সহপাঠীদের সঙ্গে কার্যকর নেটওয়ার্কিং করতে সক্ষম হবেন।

আদবদন করতে ও বিস্তারিত জানতেএখানে ক্লিক করুন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত