ঢাকা, শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২
'নুরের ওপর হা'মলাকারীদের রক্ষায় কারা চাপ দিচ্ছে?'
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর সম্প্রতি সংঘটিত হামলায় সরাসরি সেনা ও পুলিশ সদস্যরা জড়িত থাকার অভিযোগ এবং ঘটনার চার দিন পরও দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। একই সঙ্গে দলটির নেতৃবৃন্দ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। তারা প্রশ্ন তুলেছেন, হামলার চার দিন পার হলেও কেন কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি এবং হামলাকারীদের রক্ষায় সরকার কার চাপের মুখে নীরব রয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের নেতারা এসব কথা বলেন।
গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ অভিযোগ করে বলেন, "ডিএমপি তদন্ত কমিটি গঠন করা হবে জানালেও চার দিন পার হয়ে গেলেও এখনো কোনো কমিটি দেখতে পাইনি। আমরা সরকারকে জিজ্ঞেস করছি, নুরুল হক নুরের ওপর হামলাকারীদের রক্ষায় কারা চাপ দিচ্ছে?"
তিনি আরও অভিযোগ করেন, গণমাধ্যমে নুরের ওপর হামলার দৃশ্য প্রকাশ পেলেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো দুঃখপ্রকাশ বা আশ্বাসের বার্তা আসেনি। আবু হানিফ বলেন, "আমরা রক্ত দিয়েছি, জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে। সেই রক্তের বিনিময়ে আপনারা আজ দায়িত্বে বসে আছেন। অথচ সেই বিপ্লবীদের ওপরই সেনা ও পুলিশ হামলা চালিয়েছে।"
আবু হানিফ আরও দাবি করেন, বর্তমানে জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগকে রাজনৈতিক মাঠে ফিরিয়ে আনার চেষ্টা চলছে এবং গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা নুরুল হক নুরের ওপর হামলার দায় এড়াতে পারেন না, তাই তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি হামলায় জড়িত সেনা সদস্যদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং ব্রিগেডিয়ার জামসের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি।
আবু হানিফ ঘোষণা দেন যে, আগামীকাল (৩ সেপ্টেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। তাদের তিন দফা দাবিগুলো হলো— এক, নুরুল হক নুরের ওপর হামলাকারীদের বিচারের মুখোমুখি করা; দুই, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ; এবং তিন, যে কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ঠিক একই কারণে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং