ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২
গুলশানে আজ রাতে বিএনপির জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে আটটায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ বৈঠক। দীর্ঘদিন পর এমন গুরুত্ববহ সময়ের মধ্যে এ বৈঠক আহ্বান করায় রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, এই বৈঠকে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সব সদস্য। বৈঠকে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নীতিনির্ধারণী পর্যায়ের সর্বশেষ অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির কৌশল নিয়ে দিকনির্দেশনা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, বৈঠকের জন্য কোনো নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা হয়নি। এটি হবে একটি খোলামেলা আলোচনা সভা। তবে তিনি স্বীকার করেন যে, বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এটি বড় ভূমিকা রাখতে পারে।
দলীয় আরেক স্থায়ী কমিটির সদস্য বলেন, “জরুরি কোনো বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক আহ্বান করা হয়েছে।” যদিও তিনি বিষয়টি খোলাসা করতে চাননি, তবে ইঙ্গিত দিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন, দলীয় মনোনয়ন এবং সরকারের প্রস্তাবিত রাজনৈতিক সময়সূচি—এসব গুরুত্বপূর্ণ ইস্যুই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
দলের একাধিক সূত্র জানিয়েছে, বিএনপি বর্তমানে কয়েকটি জটিল ইস্যুর মুখোমুখি। এর মধ্যে অন্যতম হলো নির্বাচনে দলের অংশগ্রহণের প্রশ্ন, মনোনয়ন বণ্টন প্রক্রিয়া, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সৃষ্ট মতভেদ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনায় দলের অবস্থান নির্ধারণ। এসব বিষয় চূড়ান্ত করতে তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটি আজকের বৈঠকে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনে বিএনপি নেতৃত্বে কে থাকবেন এবং দল ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হিসেবে কাকে সামনে আনা হবে—এই প্রশ্নগুলো দলের ভেতরে ও বাইরে সমানভাবে আলোচনার জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের এই বৈঠককে অনেকেই ‘দলের ভবিষ্যৎ দিকনির্দেশনার বৈঠক’ হিসেবে দেখছেন।
এর আগে, গত কয়েক মাসে বিএনপির স্থায়ী কমিটি একাধিকবার ভার্চুয়ালি বৈঠক করলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের দেওয়া সময়সীমাকে কেন্দ্র করে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে ধারণা, আজকের বৈঠক থেকেই বিএনপি তাদের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনে অংশগ্রহণের কৌশল এবং নেতৃত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল