ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

ভোজ্যতেল মহাস্ফীতি: লিটারপ্রতি ১৯৮ টাকা

২০২৫ নভেম্বর ১০ ১৬:৩৮:৫৭

ভোজ্যতেল মহাস্ফীতি: লিটারপ্রতি ১৯৮ টাকা

নিজস্ব প্রতিবেদক :বছরের শেষ দিকে আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি)। সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গড় এলসি মূল্য, ইনবন্ড ও এক্সবন্ড খরচ এবং ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ভোজ্যতেলের দাম সমন্বয় প্রয়োজন।

বিটিটিসি জানায়, ২৭ জুলাই অনুষ্ঠিত তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে আন্তর্জাতিক বাজারে দাম অস্থিরতা এবং ডলারের মান বৃদ্ধির কারণে আমদানি খরচ বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণের প্রস্তাব এসেছে। নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম দাঁড়ায় ১,০৬২ ডলার এবং পাম তেলের দাম ১,০৩৭ ডলার।

বিটিটিসি সুপারিশ করেছে, প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা ধরে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৯ টাকা থেকে ১৯৮ টাকা ২৭ পয়সা বৃদ্ধি করা হোক। খোলা সয়াবিন তেলের দামও লিটারপ্রতি ৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত এক বছরে দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ১৪ শতাংশ বেড়েছে।

ডুয়া/নয়ন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত