ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

গ্রাহকের কাছে সরাসরি এলপিজি পৌঁছে দিচ্ছে তালিকাভুক্ত কোম্পানি

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৬:১৬:৩০

গ্রাহকের কাছে সরাসরি এলপিজি পৌঁছে দিচ্ছে তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কেঅ্যান্ডকিউ লিমিটেড তাদের দক্ষিণপাড়া ধামরাই ইউনিট থেকে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খুচরা বিক্রি শুরু করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এই তথ্য জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

কোম্পানির পক্ষ থেকে উভয় স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে, নতুন উদ্যোগের মাধ্যমে সরাসরি খুচরা বিক্রি চালু হওয়ায় আয় বাড়বে এবং ব্যবসা সম্প্রসারণে গতি আসবে। এর আগে কোম্পানি মূলত এলপিজি বিক্রি করতো পাইকারি ও সীমিত চ্যানেলে, কিন্তু এখন থেকে সাধারণ ভোক্তারা সরাসরি কোম্পানি থেকে এলপিজি সংগ্রহ করতে পারবেন।

কেঅ্যান্ডকিউ কর্তৃপক্ষ আশা করছে, স্থানীয় পর্যায়ে খুচরা বিক্রি ভোক্তাদের চাহিদা পূরণ করবে এবং কোম্পানির বাজারে অবস্থান আরও সুদৃঢ় হবে। পাশাপাশি, খুচরা বিক্রি থেকে বাড়তি রাজস্ব আসা কোম্পানির সামগ্রিক আর্থিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, কোম্পানির এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের জন্য আশাব্যঞ্জক। খুচরা বিক্রির মাধ্যমে বিক্রির পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুনাফা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত