ঢাকা, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

আস্থাশীল বাজারে বাড়ছে বিনিয়োগকারীদের প্রত্যাশা

২০২৫ সেপ্টেম্বর ০২ ১৫:১৩:২৫

আস্থাশীল বাজারে বাড়ছে বিনিয়োগকারীদের প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিক উত্থানে শেয়ারবাজারের প্রতি আস্থাশীল হয়ে উঠছেন বিনিয়োগকারীরা। এই উত্থান অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে বাজার পরিস্থিতির আরও উন্নতি হবে এবং লোকসান কাটিয়ে হারানো পুঁজি ফিরে পাওয়ার প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসইতে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। তবে কিছুক্ষণ পর সূচক পতনের বৃত্তে নেমে আসে। তবে তা বেশিক্ষণ স্থায়ী ছিল না। বিনিয়োগকারীদের বাই প্রেসারে সূচক আবারও ইতিবাচক ফিরে আসে। এরপর স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২০.৯১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৮.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩.১৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫.১১ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২২০টির দর বেড়েছে, ১৩১টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগেদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৯৩ লাখ টাকা।

অপরদিকে, আজ অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।

এদিন সিএসইতে ১৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪০টির, কমেছে ৬৮টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৪.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৮১.১৭ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪.৮৯ পয়েন্ট বেড়েছিল।

এসকে/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত