ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

ন্যাশনাল হাউজিং: ক্যাশ ডিভিডেন্ড রূপ নিল স্টক ডিভিডেন্ডে

২০২৫ সেপ্টেম্বর ০২ ০৬:২২:০২

ন্যাশনাল হাউজিং: ক্যাশ ডিভিডেন্ড রূপ নিল স্টক ডিভিডেন্ডে

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলেও তা আর কার্যকর হচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় ক্যাশ ডিভিডেন্ডের পরিবর্তে প্রতিষ্ঠানটি এখন ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানিয়েছে।

ডিএসইর তথ্যমতে, প্রথমে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তবে বাংলাদেশ ব্যাংক সেই অনুমোদন না দিয়ে মূলধন শক্তিশালী করা ও ব্যবসায় পুনর্বিনিয়োগের স্বার্থে স্টক ডিভিডেন্ড দেওয়ার নির্দেশনা দেয়। এর পরিপ্রেক্ষিতে ন্যাশনাল হাউজিংয়ের পরিচালনা পর্ষদ সিদ্ধান্তটি পরিবর্তন করে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬০ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সায়।

এর আগে, ২০২৪ অর্থবছরে ন্যাশনাল হাউজিংয়ের ইপিএস ছিল মাত্র ৩ পয়সা, যেখানে তার আগের বছর একই সময়ে তা ছিল ১ টাকা ৩ পয়সা। ওই বছরের শেষে এনএভিপিএস দাঁড়ায় ১৭ টাকা ৯৫ পয়সায়।

২০২৩ সালের অর্থবছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল প্রতিষ্ঠানটি। সে সময় এর ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা এবং আগের বছরে ছিল ২ টাকা ২৫ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ১৮ টাকা ৯৩ পয়সায়।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ন্যাশনাল হাউজিং ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৭ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভে রয়েছে ১০৪ কোটি ৪৬ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৭০ লাখ ৩১ হাজার ২০০টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৫০.৫৭ শতাংশ, সরকারের কাছে ৯.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১.২৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৮.৮১ শতাংশ শেয়ার।

এএসএম/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত