ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২
ঝলমলে সূচনায় সপ্তাহ শুরু, সূচক-লেনদেনে ইতিবাচক রেকর্ড

হাসান মাহমুদ ফারাবি
রিপোর্টার

হাসান মাহমুদ ফারাবী: ঝলমলে সূচনা দিয়ে দেশের শেয়ারবাজারে নতুন সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে দেখা গেছে ইতিবাচক রেকর্ড। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ ও আস্থার প্রতিফলনে বাজারে নতুন উচ্ছ্বাস তৈরি হয়েছে। সম্ভাবনাময় খাতে বিনিয়োগ প্রবাহ বাড়ায় সামগ্রিকভাবে লেনদেনে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে শেয়ারবাজার দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার পথে এগোবে। সূচক ও লেনদেনের উল্লম্ফন বিনিয়োগকারীদের জন্য আশাব্যঞ্জক সংকেত দিয়েছে, যা ভবিষ্যতে শেয়ারবাজারে আরও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে পারে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (৩১ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। সূচক উত্থানের মাত্রা এতই ইতিবাচক ছিল যে, এক পর্যায়ে সূচক ৫ হাজার ৬০০ পয়েন্ট ছাড়িয়ে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়িয়ে দেয়। যে কারণে সূচকের তীর উপরের দিকে থেকেই লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সুচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে রেকর্ড পরিমাণ। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৪.৩৯ পয়েন্টে, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছর ০১ অক্টোবর ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৫৮৬ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২০.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭.৭০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৩.৭২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২০১টির দর বেড়েছে, ১৪১টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত প্রায় ১ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১১ আগস্ট ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৬৪ কোটি ১২ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫২টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৩.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯০.৬৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৬৮.২৪ পয়েন্ট বেড়েছিল।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার