ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
ঝলমলে সূচনায় সপ্তাহ শুরু, সূচক-লেনদেনে ইতিবাচক রেকর্ড

হাসান মাহমুদ ফারাবি
রিপোর্টার

হাসান মাহমুদ ফারাবী: ঝলমলে সূচনা দিয়ে দেশের শেয়ারবাজারে নতুন সপ্তাহ শুরু হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেনে দেখা গেছে ইতিবাচক রেকর্ড। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ ও আস্থার প্রতিফলনে বাজারে নতুন উচ্ছ্বাস তৈরি হয়েছে। সম্ভাবনাময় খাতে বিনিয়োগ প্রবাহ বাড়ায় সামগ্রিকভাবে লেনদেনে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে শেয়ারবাজার দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার পথে এগোবে। সূচক ও লেনদেনের উল্লম্ফন বিনিয়োগকারীদের জন্য আশাব্যঞ্জক সংকেত দিয়েছে, যা ভবিষ্যতে শেয়ারবাজারে আরও টেকসই উন্নয়নের ভিত্তি গড়ে তুলতে পারে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (৩১ আগস্ট) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। সূচক উত্থানের মাত্রা এতই ইতিবাচক ছিল যে, এক পর্যায়ে সূচক ৫ হাজার ৬০০ পয়েন্ট ছাড়িয়ে যায়, যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়িয়ে দেয়। যে কারণে সূচকের তীর উপরের দিকে থেকেই লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সুচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে রেকর্ড পরিমাণ। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৪.৩৯ পয়েন্টে, যা গত ১১ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছর ০১ অক্টোবর ডিএসইর সূচক ছিল ৫ হাজার ৫৮৬ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২০.৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২৭.৭০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৬.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৩.৭২ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২০১টির দর বেড়েছে, ১৪১টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত প্রায় ১ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ১১ আগস্ট ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ১৩২ কোটি ৩১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৬৪ কোটি ১২ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ২৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৪ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫২টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৩.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯০.৬৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৬৮.২৪ পয়েন্ট বেড়েছিল।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে
- ব্যাংকিং খাতে এমডিদের পদত্যাগের ঢেউ: সুশাসনের সংকট স্পষ্ট