ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
অর্ধবার্ষিকীতে মুনাফা থেকে লোকসানে ৭ ব্যাংক

সম্প্রতি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত প্রথম ছয় মাস বা অর্ধবার্ষিকীর আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪টি ব্যাংক। প্রকাশিত অর্ধবার্ষিক প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে ২৫টি ব্যাংক জানুয়ারি থেকে জুন সময়ে নিট মুনাফা করলেও ৯টি ব্যাংক লোকসান করেছে। যার মধ্যে মুনাফা থেকে লোকসানে অবস্থান করছে ৭ ব্যাংক এবং দুইটি ব্যাংক গতবছরের মত এবারও লোকসান দেখিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মুনাফা থেকে লোকসানে অবস্থান করা ব্যাংক ৭টি হলো- এনআরবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এবি ব্যাংক।
আলোচ্য সময়ে ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি লোকসান হয়েছে এবি ব্যাংকের। চলতি অথবছরের (জানুয়ারি-জুন’২৫) অর্ধবার্ষিকীতে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৮ কোটি টাকা। আগের বছর একই সময় যার মুনাফা ছিল ১৪ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৩ পয়সা। গত বছর একই সময় যার শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ১৬ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ লোকসান হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের। চলতি অথবছরের (জানুয়ারি-জুন’২৫) অর্ধবার্ষিকীতে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭১৭ কোটি টাকা। আগের বছর একই সময় যার মুনাফা ছিল ১০১ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৬ পয়সা। গত বছর একই সময় যার শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ৯৭ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ লোকসান হয়েছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। চলতি অথবছরের (জানুয়ারি-জুন’২৫) অর্ধবার্ষিকীতে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৩ কোটি টাকা। আগের বছর একই সময় যার মুনাফা ছিল ৮৯ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ টাকা ১ পয়সা। গত বছর একই সময় যার শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ৭৪ পয়সা।
অন্য ৪ ব্যাংকের মধ্যে-
আইএফআইসি ব্যাংক
চলতি অথবছরের (জানুয়ারি-জুন’২৫) অর্ধবার্ষিকীতে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ কোটি টাকা। আগের বছর একই সময় যার মুনাফা ছিল ৬৩ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৫ টাকা ৮৭ পয়সা। গত বছর একই সময় যার শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ৩৩ পয়সা।
সোস্যাল ইসলামী ব্যাংক
চলতি অথবছরের (জানুয়ারি-জুন’২৫) অর্ধবার্ষিকীতে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৪ কোটি টাকা। আগের বছর একই সময় যার মুনাফা ছিল ৫৭ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৪ টাকা ৩৩ পয়সা। গত বছর একই সময় যার শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ৫০ পয়সা।
প্রিমিয়ার ব্যাংক
চলতি অথবছরের (জানুয়ারি-জুন’২৫) অর্ধবার্ষিকীতে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৭ কোটি টাকা। আগের বছর একই সময় যার মুনাফা ছিল ১৯৫ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা। গত বছর একই সময় যার শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ১ টাকা ৫৮ পয়সা।
এনআরবি ব্যাংক
চলতি অথবছরের (জানুয়ারি-জুন’২৫) অর্ধবার্ষিকীতে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৮৬ কোটি টাকা। আগের বছর একই সময় যার মুনাফা ছিল ১০ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ টাকা ২৪ পয়সা। গত বছর একই সময় যার শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ১৫ পয়সা।
এদিকে, গত বছরের মত এবারও লোকসান দেখিয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।
ব্যাংক দু’টির মধ্যে- আইসিবি ইসলামী ব্যাংকের মোট লোকসান দাঁড়িয়েছে ২৮ কোটি টাকা। গত বছরও একই পরিমাণ লোকসান ছিল ব্যাংকটির।
আলোচ্য সময়ে ন্যাশনাল লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮৫ কোটি টাকা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৬৪১ কোটি টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- তালিকাভুক্ত কোম্পানির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে রেকর্ড: বছরের সর্বোচ্চ দামে ১৭ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- ব্যাখ্যা শুনতে ডাকা হচ্ছে শেয়ারবাজারের পাঁচ ব্যাংককে