ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

অর্ধবার্ষিকীতে মুনাফা কমেছে ১৪ ব্যাংকের

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ৩০ ১৭:৩৭:৪৫
অর্ধবার্ষিকীতে মুনাফা কমেছে ১৪ ব্যাংকের

সম্প্রতি ৩০ জুন, ২০২৫ পর্যন্ত প্রথম ছয় মাস বা অর্ধবার্ষিকীর আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪টি ব্যাংক। প্রকাশিত অর্ধবার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মুনাফায় থাকা ২৫টি ব্যাংক জানুয়ারি থেকে জুন সময়ে সম্মিলিতভাবে ৪ হাজার ৬৯৫ কোটি টাকা নিট মুনাফা করেছে। এর মধ্যে ১৪টির মুনাফা গত বছরের তুলনায় কমেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মুনাফা কমে যাওয়া ব্যাংকগুলো হলো- শাহজালাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউসিবি, মিডল্যান্ড ব্যাংক, সাউথ বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক এবং এনআরবিসি ব্যাংক।

এ ব্যাংকগুলোর নিট মুনাফা ৬২৩ কোটি টাকা কমে ১ হাজার ২৮৯ কোটি টাকায় নেমেছে। এ হিসাবে মুনাফা কমার হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।

ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা কমেছে এক্সিম ব্যাংকের। আলোচ্য সময়ে ব্যাংকটির মুনাফা আগের বছরের তুলনায় ১৪৬ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১৯ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১৩ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ টাকা ১ পয়সা কম ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা কমেছে ইউসিবির। আলোচ্য সময়ে ব্যাংকটির মুনাফা আগের বছরের তুলনায় ১০৮ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১৯ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১২ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭০ পয়সা কম ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা কমেছে ডাচ-বাংলা ব্যাংকের। আলোচ্য সময়ে ব্যাংকটির মুনাফা আগের বছরের তুলনায় ৯৯ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১০৫ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ টাকা ২ পয়সা কম।

অন্য ব্যাংকগুলোর মধ্যে-

শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় ১৩ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ২৭৫ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৪৭ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ পয়সা কম।

মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় ১৮ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ২০১ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৮২ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ পয়সা কম।

উত্তরা ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় ১৭ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১৭৭ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৮২ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ পয়সা কম।

ট্রাস্ট ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় ৭ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১৪৫ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৪৬ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭ পয়সা কম।

ঢাকা ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় ৩৮ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১২২ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ পয়সা কম।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় ১৭ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৯৬ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৮৩ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ পয়সা কম।

ওয়ান ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় ২৮ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৯১ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৮৫ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৭ পয়সা কম।

মিডল্যান্ড ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় ১৬ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১২ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১৮ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ পয়সা কম।

সাইথ বাংলা ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় ২৬ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১২ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ১৪ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩২ পয়সা কম।

রূপালী ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় ৩৩ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ১০ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ২০ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৯ পয়সা কম।

এনআরবিসি ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় ৫৪ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৭ কোটি টাকায়। একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৮ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৫ পয়সা কম।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত