ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

‘সে আমার’: পরীর রহস্যময় স্ট্যাটাসে নতুন গুঞ্জন

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ আগস্ট ২৯ ১৬:৫১:৫৮
‘সে আমার’: পরীর রহস্যময় স্ট্যাটাসে নতুন গুঞ্জন

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকাই সিনেমার নায়িকা পরী মণি এবার একটি রহস্যময় ফেসবুক পোস্ট দিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছেন। তার এই পোস্ট ঘিরে ভক্তদের মাঝে নতুন প্রেমের গুঞ্জন শুরু হয়েছে।

শুক্রবার দুপুরে পরী মণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা।”

পরীর এই ক্যাপশনের রহস্য ভেদ করতে না পেরে ভক্ত ও নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন। মুস্তাকীম মীম নামের এক ভক্ত জানতে চান, “হু ইজ হি?” উত্তরে পরীমণি মজা করে লেখেন, “আপনি।” আরেকজন জানতে চান, “আপনার কতজন ‘সে’ লাগে?” পরীমণি রসিকতা করে বলেন, “আপনি এটা গুনেও শেষ করতে পারবেন না প্রিয়।”

যদিও পরীমণি সরাসরি কোনো উত্তর দেননি, তবে তার এই রসিকতাপূর্ণ মন্তব্যগুলো ভক্তরা বেশ উপভোগ করেছেন। এর আগেও পরী মণি তার সম্পর্ক নিয়ে এমন মজার ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে তিনি দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন। এর আগে তার সহকর্মী গোলাম হোসেন এবং তরুণ শিল্পী শেখ সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও, তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তার এই নতুন রহস্যময় পোস্ট আবারও ভক্তদের মনে নতুন প্রশ্ন তৈরি করেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত