ঢাকা, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

নির্বাচনের নিরাপদ পরিবেশ সৃষ্টিতে র‍্যাব প্রস্তুত: মহাপরিচালক

২০২৫ আগস্ট ২৮ ১৭:১০:৪১

নির্বাচনের নিরাপদ পরিবেশ সৃষ্টিতে র‍্যাব প্রস্তুত: মহাপরিচালক

আগামী জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সক্রিয় ভূমিকা রাখছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একেএম শহিদুর রহমান, মহাপরিচালক, এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতোই আমরা নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছি। নির্বাচনের সময় কাছাকাছি এলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা হবে। সেই নির্দেশনার ভিত্তিতে আমরা আমাদের দায়িত্ব পালন করব।”

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, “আমাদের সদস্যদের জন্য আইন-কানুন সম্পর্কিত ইন-হাউজ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের মূল প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা এবং নিরাপদ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১২ বছরে বিশ্ববাজারে সোনার দামে সর্বোচ্চ দরপতন

১২ বছরে বিশ্ববাজারে সোনার দামে সর্বোচ্চ দরপতন

আন্তর্জাতিক ডেস্ক: গত ১২ বছরের মধ্যে বিশ্ববাজারে সোনার দামে সর্বোচ্চ দরপতন দেখা গেছে। বুধবার (২২ অক্টোবর) ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, একদিনের... বিস্তারিত