ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

আমিরের আ-গু-নে পুড়ল সাকিবের ফ্যালকনস

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ২৮ ১৪:০০:২৭
আমিরের আ-গু-নে পুড়ল সাকিবের ফ্যালকনস

আগের ম্যাচে ব্যাট হাতে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তা ধরে রাখতে পারলেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মুখ থুবড়ে পড়ল তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

মোহাম্মদ আমিরের বিধ্বংসী বোলিংয়ে ভর করে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ত্রিনবাগো। এর ফলে চলতি আসরে এটি ফ্যালকনসের তৃতীয় হার।ব্যাটিংয়ে হতাশ করল ফ্যালকনস

প্রথমে ব্যাট করতে নেমে ফ্যালকনস শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ৪৬ রানে হারায় ৩ উইকেট।

রাহকিম কর্নওয়াল ও কারিমা গোর ফিরেন প্রথম দুই ওভারের মধ্যেই। এরপর জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৪০ রানের ইনিংস খেললেও অন্য প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল।

সাকিব আল হাসান ১৪ বলে করেন মাত্র ১৩ রান। মাঝের ওভারগুলোতে রান ওঠেনি। তবে শেষ দিকে ইমাদ ওয়াসিমের ২৫ বলে ৩৭ রান এবং উসামা মিরের ২৬ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস দলকে টেনে নেয় ১৪৬ রানে।

ত্রিনবাগোর হয়ে মোহাম্মদ আমির ছিলেন দুর্দান্ত। তিনি ৪ ওভারে মাত্র ২২ রানে ৩ উইকেট তুলে নেন। এছাড়া আন্দ্রে রাসেল ও আকিল হোসেন নেন ২টি করে উইকেট।

মাত্র ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ত্রিনবাগোর ব্যাটাররা।সাকিব ১০ বলে ৯ রান করা কলিন মানরোকে আউট করলেও চাপ ধরে রাখতে পারেনি ফ্যালকনস।

অ্যালেক্স হেলস খেলেন ৪৬ বলে অপরাজিত ৫৫ রান এবং কেসি কার্টি করেন ৪৫ বলে ৬০ রান। শেষ দিকে অধিনায়ক নিকোলাস পুরান ঝড়ো ১১ বলে ২৩ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

মাত্র ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স।চমৎকার বোলিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন মোহাম্মদ আমির। তার স্পেলেই মূলত ব্যাটিং ধস নামে ফ্যালকনস শিবিরে।

সিপিএল ২০২৫-এ ফ্যালকনসের অবস্থান আরও কঠিন হয়ে পড়েছে এই পরাজয়ে। সাকিবের ফর্ম, দলীয় ব্যাটিং ভরসাহীনতা ও বোলিংয়ের ধার কমে যাওয়া—সব মিলিয়ে দলকে ঘুরে দাঁড়াতে হলে নিতে হবে কঠোর সিদ্ধান্ত।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত