ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
আমিরের আ-গু-নে পুড়ল সাকিবের ফ্যালকনস
আগের ম্যাচে ব্যাট হাতে ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তা ধরে রাখতে পারলেন না অভিজ্ঞ এই অলরাউন্ডার। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মুখ থুবড়ে পড়ল তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
মোহাম্মদ আমিরের বিধ্বংসী বোলিংয়ে ভর করে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে ত্রিনবাগো। এর ফলে চলতি আসরে এটি ফ্যালকনসের তৃতীয় হার।ব্যাটিংয়ে হতাশ করল ফ্যালকনস
প্রথমে ব্যাট করতে নেমে ফ্যালকনস শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। মাত্র ৪৬ রানে হারায় ৩ উইকেট।
রাহকিম কর্নওয়াল ও কারিমা গোর ফিরেন প্রথম দুই ওভারের মধ্যেই। এরপর জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৪০ রানের ইনিংস খেললেও অন্য প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল।
সাকিব আল হাসান ১৪ বলে করেন মাত্র ১৩ রান। মাঝের ওভারগুলোতে রান ওঠেনি। তবে শেষ দিকে ইমাদ ওয়াসিমের ২৫ বলে ৩৭ রান এবং উসামা মিরের ২৬ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস দলকে টেনে নেয় ১৪৬ রানে।
ত্রিনবাগোর হয়ে মোহাম্মদ আমির ছিলেন দুর্দান্ত। তিনি ৪ ওভারে মাত্র ২২ রানে ৩ উইকেট তুলে নেন। এছাড়া আন্দ্রে রাসেল ও আকিল হোসেন নেন ২টি করে উইকেট।
মাত্র ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ত্রিনবাগোর ব্যাটাররা।সাকিব ১০ বলে ৯ রান করা কলিন মানরোকে আউট করলেও চাপ ধরে রাখতে পারেনি ফ্যালকনস।
অ্যালেক্স হেলস খেলেন ৪৬ বলে অপরাজিত ৫৫ রান এবং কেসি কার্টি করেন ৪৫ বলে ৬০ রান। শেষ দিকে অধিনায়ক নিকোলাস পুরান ঝড়ো ১১ বলে ২৩ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
মাত্র ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স।চমৎকার বোলিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন মোহাম্মদ আমির। তার স্পেলেই মূলত ব্যাটিং ধস নামে ফ্যালকনস শিবিরে।
সিপিএল ২০২৫-এ ফ্যালকনসের অবস্থান আরও কঠিন হয়ে পড়েছে এই পরাজয়ে। সাকিবের ফর্ম, দলীয় ব্যাটিং ভরসাহীনতা ও বোলিংয়ের ধার কমে যাওয়া—সব মিলিয়ে দলকে ঘুরে দাঁড়াতে হলে নিতে হবে কঠোর সিদ্ধান্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)