ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের সময় আবু সাঈদকে গুলি করার দুটি ভিডিও প্রদর্শন করা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মনিটরে ছেলেকে গুলি করার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন আদালতে উপস্থিত তার বাবা মকবুল হোসেন।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই বিচার কার্যক্রম শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সূচনা বক্তব্য শেষে আদালতে আবু সাঈদকে গুলি করার দুটি ভিডিও ক্লিপ চালানো হয়। এসময় তার বাবা মকবুল হোসেন কান্নায় ভেঙে পড়লে আদালতের পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রসিকিউশন জানিয়েছে, তিনি এই মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
এই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তারকৃত ছয়জন—বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশ—আজ ট্রাইব্যুনালের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ বাকি ২৬ আসামি এখনও পলাতক রয়েছেন।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়, যার ফলশ্রুতিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ