ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের সময় আবু সাঈদকে গুলি করার দুটি ভিডিও প্রদর্শন করা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মনিটরে ছেলেকে গুলি করার দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন আদালতে উপস্থিত তার বাবা মকবুল হোসেন।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই বিচার কার্যক্রম শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
সূচনা বক্তব্য শেষে আদালতে আবু সাঈদকে গুলি করার দুটি ভিডিও ক্লিপ চালানো হয়। এসময় তার বাবা মকবুল হোসেন কান্নায় ভেঙে পড়লে আদালতের পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রসিকিউশন জানিয়েছে, তিনি এই মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে জবানবন্দি দেবেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) মামলার প্রথম সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
এই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তারকৃত ছয়জন—বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সাবেক কর্মচারী মো. আনোয়ার পারভেজ, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশ—আজ ট্রাইব্যুনালের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ বাকি ২৬ আসামি এখনও পলাতক রয়েছেন।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আবু সাঈদ। তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়, যার ফলশ্রুতিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস