ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে অচল শাহবাগ, দুর্ভোগে যাত্রীরা

প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদ এবং নবম-দশম গ্রেডে প্রকৌশলী পদে কোটা বাতিলসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড়কে কেন্দ্র করে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
শাহবাগ অবরোধের ফলে ফার্মগেট, বাংলামোটর, পল্টন, সায়েন্সল্যাবসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। অফিস ফেরত হাজারো মানুষ এতে চরম ভোগান্তিতে পড়েছেন। সকাল থেকে বনানী ও টেকনিক্যাল মোড়ে দুটি ভিন্ন কর্মসূচির কারণে রাজধানীতে যানজট থাকলেও বিকেলের এই অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকলেও তারা শিক্ষার্থীদের কর্মসূচিতে কোনো বাধা দেয়নি।
শিক্ষার্থীরা জানান, বুয়েটের ট্রিপল-ই বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী রোকনকে ডিপ্লোমা টেকনিশিয়ানরা উপসহকারী প্রকৌশলীর দপ্তরে জিম্মি করে রাখে এবং হত্যার হুমকি দেয়। এর প্রতিবাদেই তারা কঠোর কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।
এই ঘটনার পাশাপাশি তাদের দীর্ঘদিনের তিন দফা দাবি আদায়ে এই আন্দোলন তীব্রতর করা হয়েছে। দাবিগুলো হলো:
১. নবম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে এ পদে নিয়োগ দিতে হবে।
২. দশম গ্রেডে ১০০ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করতে হবে।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। যদি এই পদবি ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এই তিন দাবিতেই শিক্ষার্থীরা গত ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেন। আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল সোমবার মধ্যরাতে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন এবং সাকুরা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীরা দেশব্যাপী ‘ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, বুটেক্স, এমআইএসটিসহ অন্যান্য প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের শাহবাগে আসার এবং ঢাকার বাইরের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোকে নেস্কোর আঞ্চলিক কার্যালয় ঘেরাও ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আহ্বান জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
- তিন শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধি, ডিএসইর সতর্কবার্তা