ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

নিউইয়র্ক কনস্যুলেটে হামলা নিয়ে যে ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৬ ১৪:১৯:১৯
নিউইয়র্ক কনস্যুলেটে হামলা নিয়ে যে ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত এক মতবিনিময় সভাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি, হামলা ও ভাঙচুরের ঘটনায় আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে কনস্যুলেট কর্তৃপক্ষ। 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান' দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেছে তারা।

কনস্যুলেটের পক্ষ থেকে জানানো হয়, গত রোববার (২৪ আগস্ট) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। সার্বিক নিরাপত্তার স্বার্থে নিউইয়র্ক সিটি পুলিশের (এনওয়াইপিডি) পর্যাপ্ত সংখ্যক সদস্য আগে থেকেই কনস্যুলেট ও তার আশপাশে মোতায়েন ছিল।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, বিকেল থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিতে দিতে কনস্যুলেটের সামনে জড়ো হয়। তারা অনুষ্ঠানে আগত অতিথিদের প্রবেশে বাধা দেয়, তাদের ধাওয়া করে এবং একপর্যায়ে ডিম নিক্ষেপ করে। এই বিশৃঙ্খলার সময় ভবনের অন্য একটি অফিসের কাঁচের দরজায় আঘাত করা হলে সেটি ফেটে যায়।

কনস্যুলেট আরও ব্যাখ্যা করে যে, উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে কয়েকজনকে আটক করে। এই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নিউইয়র্ক পুলিশ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

প্রধান অতিথির নিরাপত্তা নিয়ে সৃষ্ট উদ্বেগ প্রসঙ্গে কনস্যুলেট কর্তৃপক্ষ দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে, মো. মাহফুজ আলম সম্পূর্ণ নিরাপদে ও নির্বিঘ্নে কনস্যুলেটে প্রবেশ করেন। তিনি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই মতবিনিময় সভা এবং অন্যান্য কার্যক্রমে অংশ নিয়ে নিরাপদে স্থান ত্যাগ করেন। বিক্ষোভকারীদের সঙ্গে তার কোনো ধরনের যোগাযোগ বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।

কনস্যুলেট এই হামলাকে "পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের" কাজ বলে আখ্যা দিয়ে জানায়, তারা হেনস্তা ও জীবননাশের উদ্দেশ্যে কনস্যুলেট ঘিরে রাখলেও তাদের সব অপচেষ্টা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়ে তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র পাঠিয়েছে। একইসঙ্গে, এ সংক্রান্ত অপতথ্য ও প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত