ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ঢাকা অঞ্চলের সীমানা নির্ধারণ নিয়ে ইসির শুনানি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৬ ১১:৪৪:৫৪
ঢাকা অঞ্চলের সীমানা নির্ধারণ নিয়ে ইসির শুনানি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের লক্ষ্যে ঢাকা অঞ্চলের দাবি-আপত্তিগুলোর ওপর শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অঞ্চলের ২৮টি আসনের বিপরীতে তিন শতাধিক দাবি ও আপত্তির আবেদন জমা পড়েছে, যা নিয়ে আজ দিনব্যাপী শুনানি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে রাজধানীর নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব শুনানিতে উপস্থিত রয়েছেন। শুনানিতে আবেদনকারী বা তাদের আইনজীবীরা কমিশনের সামনে নিজ নিজ আসনের সীমানা সংক্রান্ত যুক্তি ও আপত্তি তুলে ধরছেন।

সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর বিভিন্ন আসনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এরপর দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত নারায়ণগঞ্জ এবং ঢাকা জেলার ১৯টি আসনের ওপর শুনানি হবে।

আগামীকাল ২৭ আগস্ট রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের বাকি আসনগুলোর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ সংসদীয় আসনের সীমানার খসড়া প্রকাশ করে। এতে ভোটার সংখ্যার সমতা আনার যুক্তিতে বাগেরহাটের আসন সংখ্যা চারটি থেকে কমিয়ে তিনটি এবং গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি করার প্রস্তাব করা হয়। এই খসড়া প্রকাশের পর ১০ আগস্ট পর্যন্ত সারাদেশের ৮৩টি সংসদীয় এলাকা নিয়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন জমা পড়ে।

২৭ আগস্ট পর্যন্ত সকল অঞ্চলের শুনানি শেষে আবেদনগুলো নিষ্পত্তি করে সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

সংবাদের শিরোনাম:

১. সংসদীয় আসনের সীমানা নির্ধারণ: ঢাকা অঞ্চলের শুনানি শুরু করেছে ইসি।২. ঢাকার ২৮ আসন: তিন শতাধিক আপত্তি নিয়ে ইসির শুনানি।৩. নির্বাচনী এলাকার সীমানা: দাবি-আপত্তি নিষ্পত্তিতে বসলো ইসি।৪. খসড়া সীমানা নিয়ে আপত্তি: আবেদনকারীদের যুক্তি শুনছে নির্বাচন কমিশন।৫. গাজীপুরে আসন বৃদ্ধি, বাগেরহাটে হ্রাস: ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত