ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

কারাগার থেকে স্থানান্তর, সাবেক প্রধান বিচারপতি হাসপাতালে ভর্তি 

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৫ ১৯:৪২:০১
কারাগার থেকে স্থানান্তর, সাবেক প্রধান বিচারপতি হাসপাতালে ভর্তি 

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা অবস্থায় হক হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। তাকে দ্রুত পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে আশিকুল হক।

এর আগে ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করে। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এটি প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে হত্যার মামলায় গ্রেফতার করে জেলহাজতে পাঠানোর ঘটনা।

খায়রুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে মোট ৪টি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি ছিলেন এ বি এম খায়রুল হক। বহুদিন ধরে তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ উঠেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত