ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৫ ১৯:১৮:১১
আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমান নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন। প্রাণনাশের হুমকির অভিযোগ এনে তিনি বলেন, "আমার জীবন বড় শঙ্কায় আছে।" রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে একদল লোক অবস্থান নিয়ে "মব" সৃষ্টি করার ঘটনার পর, সোমবার সুপ্রিম কোর্ট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান।

সম্প্রতি জুলাই মাসের গণঅভ্যুত্থান নিয়ে এক টেলিভিশন টকশোতে ফজলুর রহমানের কিছু মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। তিনি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে "কালো শক্তি" হিসেবে আখ্যা দেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে অভ্যুত্থানের "অভিনেতা" বলে মন্তব্য করেন। এর জের ধরে, তার গ্রেপ্তারের দাবিতে রোববার রাত থেকে সেগুনবাগিচায় তার বাসার সামনে একদল লোক অবস্থান নেয়। এর আগে তার নিজ এলাকা কিশোরগঞ্জে বিক্ষোভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

সংবাদ সম্মেলনে ফজলুর রহমান জানান, সাত থেকে নয়জন ব্যক্তি তার বাসার সামনে অবস্থান নিয়ে তাকে "ফজলু পাগলা" আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবি জানায় এবং হত্যার হুমকি দেয়। তিনি বলেন, এই "মব" সৃষ্টিকারীরা তাকে প্রাণে মারার স্লোগান দিচ্ছে। তার দাবি, "স্বাধীনতাবিরোধী শক্তি" এবং দেশ-বিদেশের কিছু ইউটিউবার এর পেছনে রয়েছে। তিনি বিশেষভাবে ফ্রান্স থেকে দুজন ইউটিউবার এবং জামায়াতের একজন ইউটিউবারের নাম উল্লেখ করেন, যারা তাকে হত্যার হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এই মুক্তিযোদ্ধা বলেন, তিনি মৃত্যুকে ভয় পান না, কিন্তু "অপমৃত্যু" তার জন্য লজ্জাজনক। তিনি জানান, জামায়াত-শিবিরের বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত থাকবে এবং রাজনৈতিক বক্তব্যের জবাব রাজনৈতিকভাবেই দেওয়া উচিত, হত্যার হুমকি বা বাসার সামনে "মব" সৃষ্টির মাধ্যমে নয়।

এদিকে, বিতর্কিত মন্তব্যের জন্য বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এ বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দল তার কর্মীর কাছে কৈফিয়ত চাইতেই পারে এবং তিনি নোটিশের জবাব দেবেন।

ফজলুর রহমান আরও জানান, তিনি এ ঘটনায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করবেন না। তবে, তার স্ত্রীর যোগাযোগের পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে নিরাপত্তা জোরদার করায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তার স্ত্রী উম্মে কুলসুম রেখা ও আইনজীবী অভিক রহমান উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত