ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

তৌহিদ আফ্রিদিকে আদালতে তুলা হয়েছে

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৫ ১৫:৩১:৫৮
তৌহিদ আফ্রিদিকে আদালতে তুলা হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবুকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয় এবং আদালতের হাজতখানায় রাখা হয়।

সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ, পুলিশের উপ-পরিদর্শক শেখ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য তৌহিদ আফ্রিদিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে এই রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, রোববার (২৪ আগস্ট) রাতে সিআইডির একটি বিশেষ দল বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে। এই মামলায় তার বাবা, বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত