ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

বিতর্কিত মন্তব্যের ব্যাপারে যা বললেন ফজলুর রহমান

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৫ ১৫:০৯:০১
বিতর্কিত মন্তব্যের ব্যাপারে যা বললেন ফজলুর রহমান

'৫ আগস্টের ঘটনা একটি কালোশক্তি ঘটিয়েছে'— নিজের এমন মন্তব্য করার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। একই সঙ্গে তিনি তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেছেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং তার বাসার সামনে লোক জড়ো করা হচ্ছে।

দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ফজলুর রহমান সাংবাদিকদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, "আমাকে প্রমাণ দেখান আমি কোথায় এ কথা বলেছি। শুধু ইউটিউবের দুই লাইন বললে হবে না, পুরো বক্তব্যটা বাজাতে হবে। এমন কোনো বক্তব্য আমি দেইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইবো।"

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "আমার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে। দুইজন ইউটিউবার আমাকে হত্যা করতে বলছে। আর জামায়াতের লোকেরা বলেছে, ফজলুর রহমানকে গলা কেটে হত্যা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার কাছে অনুরোধ, আমার ও আমার পরিবারের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করুন।"

জামায়াতের সঙ্গে তার বিরোধের বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, "জামায়াত যেদিন থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, সেদিন থেকেই আমি তাদের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো আপস করবো না। আমি নিশ্চিতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং জামায়াত মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি।"

উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে রোববার রাতে অ্যাডভোকেট ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় বিএনপি। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। শোকজের বিষয়ে তিনি বলেন, "শোকজের উত্তর আমি আমার দলকে দেব।"

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত