ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৫ ১৪:২২:৩৬
তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও আন্দোলনকর্মী তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

সিআইডির পক্ষ থেকে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের পরিদর্শক খান মো. এরফান আদালতে রিমান্ড আবেদন দাখিল করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন এবং ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তৌহিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

এর আগে, গতকাল রোববার (২৪ আগস্ট) বরিশালের একটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করে সিআইডির একটি বিশেষ ইউনিট।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া ও জনসংযোগ শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি জানান, আফ্রিদি জুলাই মাসে রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘটিত সহিংসতায় নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।

জানা গেছে, আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রকাশিত কিছু বক্তব্য ও ভিডিও ক্লিপস তদন্ত সংস্থার নজরে আসে। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, তার অনলাইন কার্যক্রমের মাধ্যমে সহিংসতা উসকে দেওয়া হয়েছিল কি না—সেটিও তদন্তের আওতায় রয়েছে।

সিআইডি বলছে, আফ্রিদিকে রিমান্ডে এনে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে সহায়তা না করলে প্রয়োজন অনুযায়ী রিমান্ড আরও বাড়ানো হতে পারে।আদালত রিমান্ড মঞ্জুর করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসবে শুনানি শেষে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত