ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২
তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে সিআইডি
.jpg)
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ও আন্দোলনকর্মী তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (২৫ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
সিআইডির পক্ষ থেকে মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের পরিদর্শক খান মো. এরফান আদালতে রিমান্ড আবেদন দাখিল করেন। রিমান্ড আবেদনে বলা হয়েছে, মামলার গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন এবং ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে তৌহিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এর আগে, গতকাল রোববার (২৪ আগস্ট) বরিশালের একটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি পরিচালনা করে সিআইডির একটি বিশেষ ইউনিট।
তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া ও জনসংযোগ শাখার বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি জানান, আফ্রিদি জুলাই মাসে রাজধানীর যাত্রাবাড়ীতে সংঘটিত সহিংসতায় নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।
জানা গেছে, আফ্রিদি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রকাশিত কিছু বক্তব্য ও ভিডিও ক্লিপস তদন্ত সংস্থার নজরে আসে। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, তার অনলাইন কার্যক্রমের মাধ্যমে সহিংসতা উসকে দেওয়া হয়েছিল কি না—সেটিও তদন্তের আওতায় রয়েছে।
সিআইডি বলছে, আফ্রিদিকে রিমান্ডে এনে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে সহায়তা না করলে প্রয়োজন অনুযায়ী রিমান্ড আরও বাড়ানো হতে পারে।আদালত রিমান্ড মঞ্জুর করবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসবে শুনানি শেষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১০ কোম্পানির কারণে ৩ মাস পেছনে গেল শেয়ারবাজার
- শেয়ারবাজার কি ধ্বংসের পথে? আর কত রক্তক্ষরণ?
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: নোমান আলীর শিকার মার্করাম