ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

কক্সবাজারে পৌঁছেছেন ড.ইউনূস

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৫ ১০:০৯:১৬
কক্সবাজারে পৌঁছেছেন ড.ইউনূস

রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ২৪, ২৫ ও ২৬ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে তিন দিনব্যাপী একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকটকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং বিভিন্ন আন্তর্জাতিক পক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এই ধারাবাহিকতায় রোহিঙ্গা ইস্যুকে আবারও বৈশ্বিক আলোচনার কেন্দ্রে আনতে তিনটি আন্তর্জাতিক সম্মেলনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এর প্রথম সম্মেলন শুরু হয়েছে ২৪ আগস্ট কক্সবাজারে। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে সবচেয়ে বড় সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ১৭০টি দেশের অংশগ্রহণের আশা করা হচ্ছে। এর পর কাতারের দোহায় আরেকটি বড় সম্মেলনের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রেস সচিবের তথ্য অনুযায়ী, কক্সবাজারের এই সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠনগুলো অংশ নিচ্ছে। বিশেষভাবে, রোহিঙ্গা জনগোষ্ঠীও সরাসরি সম্পৃক্ত হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন।

২৪ আগস্ট বিশেষ আয়োজনের পর ২৫ আগস্ট সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটি শেষ হবে ২৬ আগস্ট।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত