ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে স্বাক্ষরিত হবে একাধিক সমঝোতা

২০২৫ আগস্ট ২১ ২০:৪৬:১৪

পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে স্বাক্ষরিত হবে একাধিক সমঝোতা

দীর্ঘদিন পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচনের জন্য একটি "ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন" গঠনেরও প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে উভয় পক্ষই একমত হয়েছে এবং আলোচনা অত্যন্ত খোলামেলা ও ফলপ্রসূ হয়েছে।

বৈঠকে খাদ্য ও কৃষি উন্নয়ন, ফল আমদানি-রপ্তানি এবং স্থানীয়ভাবে চিনি উৎপাদনে পাকিস্তানের সহায়তা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ থেকে আনারস রপ্তানির প্রস্তাব দেওয়া হয়েছে এবং পাকিস্তানের বাজারে শুল্কমুক্তভাবে এক কোটি কেজি চা রপ্তানির আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এর পাশাপাশি, পাকিস্তান কর্তৃক বাংলাদেশি হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং ট্যাক্স প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে এবং পাকিস্তান এটি পুনর্বিবেচনা করবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, "আমরা দেশের স্বার্থে কাজ করছি। বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর জন্য যেসব দেশের সঙ্গে বাণিজ্য বাড়ানো প্রয়োজন, আমরা সেটাই করব।" ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পররাষ্ট্র উপদেষ্টার বিষয়।

বাণিজ্য সচিব জানান, প্রায় দেড় দশক ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য স্থবির ছিল। এখন পাকিস্তান বাণিজ্য বাড়াতে আগ্রহী এবং বাংলাদেশও এতে কোনো অসুবিধা দেখছে না। তিনি বলেন, "বর্তমানে আমরা পাকিস্তান থেকে বেশি আমদানি করি এবং রপ্তানি কম করি। আমরা এই বাণিজ্য ঘাটতি কমিয়ে রপ্তানি বাড়াতে চাই, যা বাংলাদেশের জন্য লাভজনক হবে।"

তবে, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা সংক্রান্ত কোনো বিষয় এই বৈঠকে আলোচনা হয়নি বলে জানানো হয়।

বৈঠকে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত