ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

বিনিয়োগকারীদের হতাশ করেছে তিন প্রতিষ্ঠান

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ১৭ ১১:৫৭:৪০
বিনিয়োগকারীদের হতাশ করেছে তিন প্রতিষ্ঠান

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠান ২০২৪-২৫ অর্থবছরের জন্য তাদের বিনিয়োগকারীদের হতাশ করেছে। প্রতিষ্ঠানগুলো আলোচ্য অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো-রিল্যায়েন্স ওয়ান ফান্ড,এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড সমাপ্ত অর্থবছরে প্রতি ইউনিটে ০১ পয়সা লোকসান করেছে। ২০২৫ সালের ৩০ জুন ফান্ডটির বাজারদরে প্রতি ইউনিটের সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ৯ টাকা ১০ পয়সা।

অন্যদিকে, এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ড সমাপ্ত বছরে প্রতি ইউনিটে ৪৩ পয়সা মুনাফা করেছে। ওই সময় এর বাজারদরে প্রতি ইউনিটের সম্পদমূল্য দাঁড়ায় ৯ টাকা ৭৪ পয়সা।

রিল্যায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড ২০২৪-২৫ অর্থবছরে প্রতি ইউনিটে ৩১ পয়সা লোকসান করেছে। ২০২৫ সালের ৩০ জুনে ফান্ডটির বাজারদরে প্রতি ইউনিটের সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০ টাকা ৪৭ পয়সা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত