ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
সুনসান টুঙ্গিপাড়া, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পালন
আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে শেখ মুজিবুর রহমান-সহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়। ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে সংঘটিত সেই হত্যাকাণ্ডের ৫০ বছর আজ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে শেখ মুজিবুর রহমানের সঙ্গে নিহত হন তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও কনিষ্ঠ পুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, একমাত্র ভাই শেখ আবু নাসের, তাদের রক্ষা করতে আসা কর্নেল জামিল, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হক।
দীর্ঘ রাজনৈতিক উত্থান-পতনের পর ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগ সরকার ক্ষমতায় এসে প্রায় সাড়ে ১৫ বছরের শাসনামলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলাকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি পালন করত। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাধিতে ফুল দেওয়া-সহ নানা আয়োজন ছিল নিয়মিত।
তবে এবার আওয়মী সরকার না থাকায় পরিস্থিতি ভিন্ন। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত প্রেক্ষাপটে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে সরকারি ছুটি বাতিল করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী এবার ১৫ আগস্ট আর সরকারি ছুটি নেই।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এ বছর কোনো দলীয় কর্মসূচি হয়নি। সাধারণ দিনের মতোই শান্ত ও নিরিবিলি পরিবেশ বিরাজ করছে এলাকায়। তবে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। সমাধিসৌধ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সারোয়ার হোসেন জানান, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৫ আগস্ট উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য সব ঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত পুলিশ, এপিবিএন, সেনা সদস্য, র্যাবসহ পোশাক ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন প্রস্তুতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত