ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

৭ কলেজ নয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই’—৬ আগস্ট অবস্থানে শিক্ষার্থীরা

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ আগস্ট ০৫ ১৫:৪৪:৪৫
৭ কলেজ নয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই’—৬ আগস্ট অবস্থানে শিক্ষার্থীরা

ঢাকা রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে গঠিত প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ দ্রুত প্রকাশের দাবিতে আগামীকাল ৬ আগস্ট বুধবার সায়েন্সল্যাব মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি— দীর্ঘদিনের ধরে তাদের আত্মপরিচয়ের লড়াইয়ের ফল হিসেবে তারা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ও পরিচয়ে রাষ্ট্রীয় কার্যক্রম সম্পন্ন দেখতে চান। এজন্য দ্রুত অধ্যাদেশ জারি করাই তাদের প্রধান দাবি।আগামাীকালের কর্মসূচি সফল করতে ইতোমধ্যে সাত কলেজের ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীরার বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছেন- পোস্টারিং, ব্যানার প্রস্তুত ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান , অধিভুক্তি একটি বৈষম্যমূলক ও অবমাননাকর শব্দ। সাত কলেজ দীর্ঘদিন ধরে ‘৭ কলেজ’ নামে পরিচিত থাকলেও এতে একটি পূর্ণাঙ্গ স্বতন্ত্র পরিচয়ের ঘাটতি ছিল। নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা সেই সংকট থেকে বের হওয়ার সুযোগ করে দিয়েছে, তাই এখন আর কোনো সময়ক্ষেপণ মেনে নেওয়া সম্ভব নয়।শিক্ষার্থীরা জানান “শিক্ষা সিন্ডিকেটের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। সরকার যখন নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ প্রণয়নের কাজ শুরু করেছে, তখন তা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।”তারা বলেন, “আমরা সবাই মিলে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্ন এখন বাস্তবের দোরগোড়ায়। এখন দরকার ঐক্য এবং ধৈর্য। এজন্যই এই কর্মসূচি।”

জানা গেছে, আন্দোলনের অংশ হিসেবে ৬ আগস্ট সকাল ১০টায় শিক্ষার্থীরা ঢাকা কলেজের মূল ফটকে জমায়েত হবেন। এরপর ১১টায় মিছিল শুরু হয়ে আজিমপুর মোড় থেকে সায়েন্সল্যাব হয়ে নীলক্ষেত ঘুরে আবার ঢাকা কলেজে ফিরে শেষ হবে। মিছিল চলাকালে ইডেন মহিলা কলেজের সামনে কয়েক মিনিটের প্রতীকী অবস্থানও থাকবে।এছাড়া কর্মসূচির মূল বার্তা তুলে ধরার অংশ হিসেবে দুপুর ১২টায় ঢাকা কলেজে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

উল্লেখ্য যে, চলতি বছরের ২৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সাত কলেজকে পৃথক করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রস্তাবনায় এই বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।শিক্ষার্থীরা আশা করছেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই অধ্যাদেশ প্রকাশিত হবে এবং তাদের বহু বছরের স্বপ্ন বাস্তব রূপ পাবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত