ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২
শিক্ষক-অফিসারদের বেতন ও গ্রেড বাড়ছে
.jpg)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মকর্তা পর্যন্ত বেতন বৃদ্ধি ও গ্রেড উন্নীত করার পরিকল্পনা করেছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রস্তাব দিয়েছে, শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে ১১তম গ্রেড করার জন্য। এছাড়া সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত কর্মকর্তাদের বেতনও এক গ্রেড করে উন্নীত করার সুপারিশ করা হবে।
এ নিয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে বেতন ও গ্রেডের বৈষম্য থাকায় অসন্তোষ দেখা দেয়। প্রধান শিক্ষকদের বেতন ইতোমধ্যে ১০ম গ্রেডে উন্নীত হলেও সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে থাকায় টাকা ও মর্যাদায় বড় ব্যবধান তৈরি হয়েছে। এ বৈষম্য দূর করতে সরকার দ্রুত ব্যবস্থা নিতে যাচ্ছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, সরকারকে ইতোমধ্যে শিক্ষক ও কর্মকর্তাদের গ্রেড উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে এবং নতুন পে-কমিশনে বিষয়টি উপস্থাপন করা হবে।
সহকারী শিক্ষকরা তাদের গ্রেড উন্নয়নের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। আগামী ৩০ আগস্ট ঢাকায় তাদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।অন্যদিকে, মাঠ পর্যায়ের কর্মকর্তা তথা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে একই গ্রেডে থাকার কারণে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তারা ৯ম গ্রেডে উন্নীত হওয়ার দাবি তুলেছেন।
সরকারের প্রস্তাবে সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে, ইউএপিইওদের ৯ম গ্রেডে, ইউপিইওদের ৮ম গ্রেডে এবং ডিপিইও ও বিভাগীয় উপপরিচালকদের আরও এক ধাপ উচ্চ গ্রেডে উন্নীত করার কথা বলা হয়েছে।এর ফলে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বেতন কাঠামোর ভারসাম্য ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ট্রাম্পের ২৫% শুল্কের জবাবে মুখ খুললেন মোদি
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ