ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি নিয়ে উপদেষ্টার নতুন বার্তা

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ আগস্ট ০৫ ১৫:২৭:২৮
৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি নিয়ে উপদেষ্টার নতুন বার্তা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি একটি চলমান মামলার কারণে স্থগিত রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানান, মামলাটি নিষ্পত্তি হওয়ার পরই সংশ্লিষ্ট শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে।

সোমবার রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলার বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানরা লেখাপড়া করে। অনেক অভিভাবকই শিশুদের যথাযথভাবে নজরে রাখেন না। এ কারণে শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে কিন্ডারগার্টেনগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু বৃত্তি দেওয়া নয় বরং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা। সংবিধান অনুযায়ী সরকার প্রতিটি নাগরিকের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবে। কেউ যদি মনে করে সে সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চায় তাহলে তাকে সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে হবে। আমাদের বিদ্যালয় সবার জন্য উন্মুক্ত এবং আমরা তাদের সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, স্থানীয় সরকার পরিচালক আবু জাফর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নুর মো. শামসুজ্জামান এবং পরিচালক মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত