ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০ মাঘ ১৪৩২
৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি নিয়ে উপদেষ্টার নতুন বার্তা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি একটি চলমান মামলার কারণে স্থগিত রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানান, মামলাটি নিষ্পত্তি হওয়ার পরই সংশ্লিষ্ট শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে।
সোমবার রংপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জেলার বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তানরা লেখাপড়া করে। অনেক অভিভাবকই শিশুদের যথাযথভাবে নজরে রাখেন না। এ কারণে শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে কিন্ডারগার্টেনগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় ক্লাস টু থেকে ফাইভ পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু বৃত্তি দেওয়া নয় বরং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা। সংবিধান অনুযায়ী সরকার প্রতিটি নাগরিকের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবে। কেউ যদি মনে করে সে সরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চায় তাহলে তাকে সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে হবে। আমাদের বিদ্যালয় সবার জন্য উন্মুক্ত এবং আমরা তাদের সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, স্থানীয় সরকার পরিচালক আবু জাফর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নুর মো. শামসুজ্জামান এবং পরিচালক মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স: বোলিংয়ে ঢাকা-দেখুন সরাসরি (LIVE)
- নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স: ম্যাচটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা বনাম রাজশাহী: ২৩ বল হাতে রেখেই জয়-দেখুন ফলাফল
- নোয়াখালী বনাম রাজশাহী: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালসের খেলা-সরাসরি দেখুন (LIVE)
- ঢাকা ক্যাপিটালস-সিলেট টাইটান্সের জমজমাট খেলা শেষ-দেখুন ফলাফল
- চিকিৎসা জগতের আলোকবর্তিকা ডা. কোহিনূর আহমেদ আর নেই
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- সিলেট টাইটানস বনাম রংপুর রাইডার্স- খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজার স্থিতিশীলতায় বড় পদক্ষেপ নিল বিএসইসি
- ডিভিডেন্ড পেতে হলে নজর রাখুন ২ কোম্পানির রেকর্ড ডেটে
- বিনিয়োগকারীদের ধরে রাখার কৌশলে সবুজে সপ্তাহ শেষ
- নির্বাচনের পর বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের
- মিশ্র সূচকের মধ্যেও বাজারে আশাবাদ অব্যাহত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের লোকসানের পাল্লা আরও ভারী হলো