ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

ভর্তি আবেদনের সময়সীমা বাড়িয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ আগস্ট ০৯ ১৯:০৭:১২
ভর্তি আবেদনের সময়সীমা বাড়িয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। পূর্বে নির্ধারিত সময়সীমা ১০ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও, এখন তা দুই দিন বাড়িয়ে আগামী ১২ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে।

শনিবার (৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কে এম ইলিয়াস। তিনি জানান, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী যেন সমস্যার সম্মুখীন না হন বা বাদ না পড়েন, সেজন্য কর্তৃপক্ষ দুটি হটলাইন নম্বর চালু করেছে। আবেদনে কোনো সমস্যা হলে ০১৯১৪-৪৯৪৮৮৮ এবং ০১৭১১-৩৭২৪৫৯ নম্বরে যোগাযোগ করে ইন্টারমিডিয়েট রোল নম্বর, শিক্ষা বোর্ড ও পাসের সন জানালে সমাধান পাওয়া যাবে।

ভর্তিচ্ছুদেরcollegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি ৮০০ টাকা, যা সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংকের শাখা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (যেমন বিকাশ, রকেট) এবং ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত