ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
এনসিপির দুই নেতার হঠাৎ পদত্যাগ নিয়ে আলোচনার ঝড়

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির দুই শীর্ষস্থানীয় নেতা হঠাৎ করে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (০১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন বার্তার মাধ্যমে তারা এ সিদ্ধান্ত জানান। এতে জেলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও গুঞ্জন।
পদত্যাগকারী নেতারা হলেন– জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং সদস্য মো. পলাশ খান। উভয়েই দীর্ঘদিন ধরে এনসিপির হয়ে জেলা পর্যায়ে সক্রিয়ভাবে রাজনীতি করে আসছিলেন।
নিজের ফেসবুক পোস্টে অ্যাডভোকেট তারিকুল ইসলাম লেখেন, "ব্যক্তিগত কারণে আমি এনসিপির সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি। যারা সবসময় পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।"
অপরদিকে, পলাশ খান তার স্ট্যাটাসে লেখেন, "শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করছি। এটি আবেগঘন সিদ্ধান্ত হলেও সময় এসেছে কিছু বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার।"
পদত্যাগের কারণ প্রসঙ্গে তিনি জানান, জেলা কমিটি গঠনের ক্ষেত্রে কোনো আলোচনার সুযোগ রাখা হয়নি। মাত্র ২-১ জনের ইচ্ছায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে। এ কারণেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
পলাশ খান আরও বলেন, এনসিপি শুধু রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটা আমার আবেগের জায়গা। আমি চাই এনসিপি হয়ে উঠুক একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক রাজনীতির মঞ্চ। ব্যক্তিগতভাবে আমি এখনো এই রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধাশীল।
এ বিষয়ে জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, আমি তাদের পদত্যাগ সংক্রান্ত পোস্ট সামাজিক মাধ্যমে দেখেছি। তবে তারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেননি। হঠাৎ এমন ঘোষণা কিছুটা বিস্ময়কর। যা স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি