ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,২৬১ জন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০১ ১৮:৫৮:০৩
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,২৬১ জন

ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযান পরিচালনায় ১,২৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের এক খুদে বার্তায় আজ শুক্রবার (১ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে।

খুদে বার্তায় আরো বলা হয়, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় চালানো অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ৭৪৯ জন এবং বিভিন্ন অপরাধে যুক্ত ৫১২ জন রয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, ১৫টি গুলি, ২টি ম্যাগাজিন এবং ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থান থেকে মোট ১,৩৮৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ বলেছে, এ অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।সাধারণ মানুষের নিরাপত্তা ও তাদের জান-মালের সংরক্ষণে এই ধরণের পদক্ষেপ দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জরুরি ৬ নির্দেশনা দিল ছাত্রদল

জরুরি ৬ নির্দেশনা দিল ছাত্রদল

আগামী ৩ আগস্ট রাজধানীর শাহবাগে অনুষ্ঠিতব্য ছাত্র সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের জন্য ৬টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার (১ আগস্ট)... বিস্তারিত