ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
নিম্নকক্ষে পিআর ছাড়া স্বৈরতন্ত্র যাবে না: ইসলামী আন্দোলন
.jpg)
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, পিআর (প্রতিনিধিত্বমূলক) নির্বাচন পদ্ধতি নিয়ে দেশের গণমানুষের মধ্যে সাধারণ ঐক্য সৃষ্টি হয়েছে। দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ীভাবে উৎখাত করার লক্ষ্যে জুলাইয়ের অভ্যুত্থান ছিলো আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য উভয় সংসদীয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনই একমাত্র সমাধান।
শুক্রবার নয়াপল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের বৈঠকে তিনি এ কথা বলেন,তিনি বলেন, ২০০৮ সাল থেকে দলের পক্ষ থেকে পিআর নিয়ে কাজ করে আসছে এবং সাম্প্রতিক সময়ে এটি নিয়ে জনমত ও রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। ঐকমত্য কমিশনের সঙ্গে একক আলোচনায় তারা পিআরের পক্ষে জোরালো অবস্থান জানিয়েছে এবং এ দাবি তারা লিখিতভাবে জানিয়েছে।
তবে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় নিম্নকক্ষে পিআর পদ্ধতিকে অন্তর্ভুক্ত না করায় বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে কঠোর নিন্দা জানানো হয়। অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, “নিম্নকক্ষে পিআর বিষয়ে আলোচনা এজেন্ডাভুক্ত না করা এবং বাধা দেওয়ার ঘটনায় আমরা গভীরভাবে ক্ষোভ প্রকাশ করছি। এটি জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্বহীন আচরণ বটে।”
ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “দেশের সকল মানুষের ভোটের সঠিক মূল্যায়ন করা উচিত, অরাজকতা, হানাহানি ও সন্ত্রাস থেকে দেশকে রক্ষা করার জন্য পিআর পদ্ধতির কোন বিকল্প নেই। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের জন্য পিআরই সর্বোত্তম পথ। উভয় কক্ষে পিআর প্রয়োজন হলেও নিম্নকক্ষে পিআর অনেক বেশি জরুরি। নিম্নকক্ষে পিআর না হলে দেশে স্বৈরতন্ত্রের দীর্ঘায়িত ছায়া থেকে যাবে।”
তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দলের বিরোধিতার কারণে দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীদের মতামতকে নানাভাবে অবজ্ঞা করা যা সত্যিই দু:খজনক, জুলাইয়ের রক্তের আত্মত্যাগকে উপেক্ষা করা অগ্রহণযোগ্য। আমরা তা কখনো প্রত্যাশা করিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত