ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
নিম্নকক্ষে পিআর ছাড়া স্বৈরতন্ত্র যাবে না: ইসলামী আন্দোলন
.jpg)
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, পিআর (প্রতিনিধিত্বমূলক) নির্বাচন পদ্ধতি নিয়ে দেশের গণমানুষের মধ্যে সাধারণ ঐক্য সৃষ্টি হয়েছে। দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ীভাবে উৎখাত করার লক্ষ্যে জুলাইয়ের অভ্যুত্থান ছিলো আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য উভয় সংসদীয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচনই একমাত্র সমাধান।
শুক্রবার নয়াপল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের বৈঠকে তিনি এ কথা বলেন,তিনি বলেন, ২০০৮ সাল থেকে দলের পক্ষ থেকে পিআর নিয়ে কাজ করে আসছে এবং সাম্প্রতিক সময়ে এটি নিয়ে জনমত ও রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। ঐকমত্য কমিশনের সঙ্গে একক আলোচনায় তারা পিআরের পক্ষে জোরালো অবস্থান জানিয়েছে এবং এ দাবি তারা লিখিতভাবে জানিয়েছে।
তবে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় নিম্নকক্ষে পিআর পদ্ধতিকে অন্তর্ভুক্ত না করায় বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে কঠোর নিন্দা জানানো হয়। অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, “নিম্নকক্ষে পিআর বিষয়ে আলোচনা এজেন্ডাভুক্ত না করা এবং বাধা দেওয়ার ঘটনায় আমরা গভীরভাবে ক্ষোভ প্রকাশ করছি। এটি জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্বহীন আচরণ বটে।”
ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “দেশের সকল মানুষের ভোটের সঠিক মূল্যায়ন করা উচিত, অরাজকতা, হানাহানি ও সন্ত্রাস থেকে দেশকে রক্ষা করার জন্য পিআর পদ্ধতির কোন বিকল্প নেই। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের জন্য পিআরই সর্বোত্তম পথ। উভয় কক্ষে পিআর প্রয়োজন হলেও নিম্নকক্ষে পিআর অনেক বেশি জরুরি। নিম্নকক্ষে পিআর না হলে দেশে স্বৈরতন্ত্রের দীর্ঘায়িত ছায়া থেকে যাবে।”
তিনি আরও বলেন, “একটি রাজনৈতিক দলের বিরোধিতার কারণে দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীদের মতামতকে নানাভাবে অবজ্ঞা করা যা সত্যিই দু:খজনক, জুলাইয়ের রক্তের আত্মত্যাগকে উপেক্ষা করা অগ্রহণযোগ্য। আমরা তা কখনো প্রত্যাশা করিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি