ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

`বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্র ইস্যুতে ভারতের সতর্ক অবস্থান

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০১ ১৭:১৪:১০
`বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্র ইস্যুতে ভারতের সতর্ক অবস্থান

ভারতের কিছু অংশ অন্তর্ভুক্ত করে তথাকথিত ‘বৃহত্তর বাংলাদেশ’-এর মানচিত্র প্রকাশের ঘটনাটি ভারতের দৃষ্টিতে আছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রাজ্যসভায় কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালার প্রশ্নের লিখিত উত্তরে জয়শঙ্কর এই কথা বলেন, তিনি বলেন, বাংলাদেশের একটি ইসলামিক সংগঠন ‘সালতানাত-ই-বাংলা’ সম্প্রতি এই মানচিত্র প্রকাশ করেছে, যার পেছনে হাত রয়েছে তুরস্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুর্কি যুব ফেডারেশন’-নামে এই সংগঠনএর সমর্থন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মানচিত্রটি ২০২৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঐতিহাসিক প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছিল। বিষয়টি ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় সরকার নিবিড়ভাবে ঘটনাটি পর্যবেক্ষণ করছে এবং দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ফ্যাক্ট-চেক প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’ দাবি করেছে, বাংলাদেশে ‘সালতানাত-ই-বাংলা’-এর সক্রিয় কার্যক্রম চালানোর কোনও প্রমাণ মেলেনি। বরং ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতেই প্রদর্শনীতে মানচিত্রটি রাখা হয়েছিল বলে জানানো হয়।

এর আগে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথাকথিত তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ভারতের অংশবিশেষসহ একটি মানচিত্র নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন, যা ঘিরে বিতর্ক ছড়ায়। পরে সমালোচনার মুখে তিনি পোস্টটি সরিয়ে ফেলেন।

ভারতীয় সরকার এ ঘটনার কূটনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট করেন জয়শঙ্কর।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত